২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভোগাই নদীর পানি বিপৎসীমার ৫০০ সেমি ওপরে, বাঁধ ফাটলের শঙ্কা

ভোগাই নদীর পানি বিপৎসীমার ৫০০ সেমি ওপরে, বাঁধ ফাটলের শঙ্কা - ছবি - ইন্টারনেট

প্রবল বর্ষণ ও উজানে সৃষ্ট পাহাড়ি ঢলে শেরপুরে চেল্লাখালি ভোগাই নদীর পানি বিপৎসীমার পাঁচ শ’ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চেল্লাখালি নদীর বাঁধ ফাটলের শঙ্কায় রয়েছেন ওই অঞ্চলের বাসিন্দারা।

শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাকিবুজ্জামান জানান, আজ মঙ্গলবার সকাল থেকে পানি প্রবাহিত হচ্ছে, যা কয়েক বছরের রের্কড ছাড়িয়েছে।

তিনি বলেন শেরপুর জেলায় তিনটি পয়েন্টে পাহাড়ি ঢলে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এগুলো হচ্ছে নাকুগাঁও স্থল বন্দর সংলগ্ন ভোগাই নদীর উপর দিয়ে ২১ সেন্টিমিটার ও নালিতাবাড়ি বাজার পয়েন্টে ২৮ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

ঝিনইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বাসসকে বলেন, মঙ্গলবার ভোরে ঝিনইগাতী মহারশী নদীর খুইলকুড়া বন্যা নিয়ন্ত্রণ বাধঁ ভেঙে ঝিনইগাতী বাজার এক ফুট পানিতে তলিয়ে গেছে। ক্ষয়-ক্ষতির পরিমান এ মুহূর্তে বলা যাবে না। তবে পানি কমে গেলে তা বলা যাবে।

শেরপুর কৃষি সম্প্রাসরণ বিভাগের সহকারী উপ-পরিচালক হুমায়ূন কবীর জানান, দুই দিনের বৃষ্টিপাতের পরিমাণ ৫৮২ মিলিমিটার রের্কড করা হয়েছে। অতি বৃষ্টিপাতের ফলে উঠতি ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তিনি।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল