০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

জাল ভোট দিতে এসে যুবক আটক, ৬ মাসের জেল

- ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাচনে জাল ভোট দিতে এসে মো: কাইয়ুম (৩৫) নামে এক যুবককে আটক করে সামারি ট্রায়ালের মাধ্যমে ছয় মাসের জেল দিয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কানারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

সাজাপ্রাপ্ত মো: কাইয়ুম উপজেলার বাহাদুর নগর গ্রামের মরহুম জহির উদ্দিনের ছেলে।

নির্বাচনে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুন্নিসা বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে কানারামপুর কেন্দ্রে এক ভোটার দ্বিতীয়বার ভোট দিতে এসে পুলিশের হাতে আটক হন। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে সামারি ট্রায়ালের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন সিনিয়র জুডিয়াল ম্যাজিস্ট্র্যাট তাজুল ইসলাম সোহাগ।

এ দিকে, সরেজমিনে দেখা গেছে, ঘোষপালা ফাজিল মাদরাসা কেন্দ্রে ৩৫৩২ মহিলা ভোটের মধ্যে সকাল ৯টা পর্যন্ত কোনো ভোট পড়েনি।

সংবাদ সংগ্রহকালে প্রিজাইডিং অফিসার জানান, সকাল সাড়ে ১০টায় ওই কেন্দ্রে ১৫০ ভোট এবং পুরুষ ৩৮৮১ ভোটের মধ্যে ২৫০ ভোট পড়েছে।

তিনি আরো জানান, হেমগঞ্জ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২০০ ভোটের মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ৩০০ ভোট পড়েছে। সাভার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত পুরুষ ২২১০ ভোটের মধ্যে ৩৩৩ ভোট এবং মহিলা ২২৬১ ভোটের মধ্যে মাত্র ৩৭ ভোট পড়েছে।

ওই কেন্দ্রে উপস্থিত নান্দাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন কাজল জানান, ভোটার আসে না। বিএনপির কেউ ভোট দিচ্ছেন না। আওয়ামী লীগের মধ্যে বিভক্তি থাকায় অনেকেই ভোট দানে বিরত রয়েছেন। সব কেন্দ্রে একই অবস্থা। ভোটার নাই বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, চতুর্থ ধাপে ময়মনসিংহের নান্দাইল, ভালুকা ও গফরগাঁও উপজেলা পরিষদের ভোটগ্রহণ চলছে। তবে, ভোটার উপস্থিতি কিছুটা কম। ৩৬১টি কেন্দ্রে সকাল আটটা থেকে ব্যালটে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

এছাড়াও তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন-সহ সর্বমোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১০ লাখ ৮৯ হাজার ৬২৭ জন।


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল