২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সরিষাবাড়ীতে বজ্রপাতে নিহত ১, আহত ২

সরিষাবাড়ীতে বজ্রপাতে নিহত ১, আহত ২ - ছবি : নয়া দিগন্ত

জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় বজ্রপাতে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে তারা এ দুর্ঘটনার শিকার হন। নিহত ব্যক্তির নাম ফরিদ উদ্দিন (৩০)। তিনি উপজেলার মুলবাড়ী এলাকার পানা মিয়ার ছেলে।

এ দুর্ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তারা হলেন- স্থানীয় আব্দুর রহিম ও আব্দুল খালেক।

জানা গেছে, সকালে ফরিদ উদ্দিন ঝড়-বৃষ্টির সময় বাড়ির আঙিনায় গরু আনতে যান। এ সময় বজ্রপাতে ফরিদ উদ্দিন, আব্দুর রহিম ও আব্দুল খালেক গুরুতর আহত অবস্থায় অচেতন হয়ে মাঠের ভেতর পড়ে থাকেন। পরে আশপাশের লোকজন টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত তাদের সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে আসেন। তখন হাসপাতালের কর্তব্যরত আবাসিক মেডিক্যাল অফিসার ডা: রবিউল ইসলাম আহত ফরিদ উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

 


আরো সংবাদ



premium cement