১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভালুকায় আম কুড়াতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ভালুকায় আম কুড়াতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু - নয়া দিগন্ত

ময়মনসিংহের ভালুকায় আম কুড়াতে গিয়ে গর্তের পানিতে ডুবে জুনায়েদ হোসেন (১১) ও তাহমিনা আক্তার (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুটি চাচাত ভাই-বোন।

সোমবার (২৭ মে) সকালে উপজেলার সোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে।

জুনায়েদ হোসেন সোয়াইল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ও স্থানীয় বনকুয়া লোহাবোই উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র এবং তাহমিনা আক্তার তারা মিয়ার মেয়ে ও নিঝুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।

তাহমিনা আক্তার ও তার ছোট বোন একই স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তামান্না আক্তার (৮) বাড়ির অদূরে আম কুড়াতে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জুনায়েদ হোসেন, তাহমিনা আক্তার ও তার ছোট বোন দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তামান্না আক্তার (৮) বাড়ির অদূরে আম কুড়াতে যায়। এ সময় মাটি ব্যবসায়ীদের অপরিকল্পিতভাবে মাটি কেটে নেয়া গর্তে তাহমিনা পড়ে যায়। জুনায়েদ ছোট বোন তামান্নাকে বাড়িতে খবর দেয়ার জন্য পাঠিয়ে তাহমিনাকে উদ্ধার করতে নামে। এতে দুজনই পানিতে ডুবে যায়। খবর পেয়ে বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সোয়াইল গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো: ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ভালুকা হাসপাতালের চিকিৎসক তাহমিনা ফাতেমা নাজমিন জানান, শিশু দু’টিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।


আরো সংবাদ



premium cement