২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভালুকায় কারখানা শ্রমিদের মহাসড়ক অবরোধ

ভালুকায় কারখানা শ্রমিদের মহাসড়ক অবরোধ - ছবি : নয়া দিগন্ত

সরকার ঘোষিত বেতন-ভাতা প্রদানের দাবিতে ময়মনসিংহের ভালুকায় প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে পিএ নিট কম্পোজিট মিলের ডাইং ও নিটিং সেকশনের শ্রমিকরা।

রোববার (১৯ মে) দাবি আদায়ে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এলাকায় তারা ওই অবরোধ কর্মসূচি পালন করে।
এতে মহাসড়কের ওই স্থানের দুই পাশে দীর্ঘ যানজট লেগে যায়। পরে শিল্প ও থানা পুলিশ তাদের দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করার প্রস্তাব দিলে শ্রমিকরা অবরোধ তুলে মহাসড়কের পাশে করখানার গেইটে অবস্থান নেয়।

আন্দোলনরত শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এলাকায় অবস্থিত পিএ নিট কম্পোজিট লিমিটেড নামক কারখানার অবস্থান। ওই কারখানার বিভিন্ন বিভাগে প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করেন। করখানা কর্তৃপক্ষ সরকার ঘোষিত স্কেলে বেতন-ভাতা না দেয়ায় করখানার নিটিং ও ডাইং সেকশনের শ্রমিকরা রোববার (১৯ মে) বিকেল ৩টার দিকে তারা মহাসড়কে নেমে আসে। পরে শিল্প ও থানা পুলিশ তাদের দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করার প্রস্তাব দিলে শ্রমিকরা অবরোধ তুলে মহাসড়কের পাশে করখানার গেইটে অবস্থান নেয়। এ রিপোর্ট লেখার সময় (সন্ধ্যা সাড়ে ৬টা) দুই পক্ষের মাঝে আলোচনা চলছিল।

ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আমিনুল ইসলাম জানান, সরকার ঘোষিত বেতন দেয়ার দাবিতে পিএ নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা মাহাসড়কে নেমেছিল। পরে তাদের দাবির বিষয়ে আলোচনার প্রস্তাব দিলে তারা মহাসড়ক ছেড়ে কারখানা গেইটে অবস্থান নেয়। তাদের দাবির বিষয়ে আলোচনা চলছে।


আরো সংবাদ



premium cement
সাবেক কৃষিমন্ত্রী শহীদকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের ৫ আগস্টের বিপ্লবই ইসলামী বিপ্লবের পূর্বাভাস : মামুনুল হক হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি করতে পারে ইসরাইল অটোরিকশা চলবে : হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে : সারজিস মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার টেকনাফ সৈকতে নিখোঁজ : ১৫ ঘণ্টা পর ২ শিশু লাশ উদ্ধার জাবিতে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত : চালক আটক মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর : আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ

সকল