২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শীর্ষ সন্ত্রাসী মামুন ঢাকা থেকে গ্রেফতার

- ছবি : নয়া দিগন্ত

আলোচিত মামুন বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী আল মামুনকে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।

শনিবার দুপুরে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

জানা গেছে, গত ১৫ মে সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়ন পরিষদ ভবনের সচিবের কক্ষে ঢুকে সশস্ত্র হামলা চালায় স্থানীয় সঙ্ঘবদ্ধ মামুন বাহিনী গ্রুপ। এ সময় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রেজাউল হকের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। ঘটনায় দিন রাতেই সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়।

হামলায় আহত পরিষদের মেম্বার রেজাউল হক ৩ নম্বর ডোয়াইল ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের সদস্য।

অন্যদিকে, অভিযুক্ত দলের বহিস্কৃত নেতা আল মামুন একই ইউনিয়নের চাপারকোনা গ্রামের আমিনুদ্দিন মাস্টারের ছেলে।

এজাহার ও অভিযোগকারী রেজাউলের বক্তবের মাধ্যমে জানা গেছে, ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে সচিবের কক্ষে বসে দাফতারিক কাজ করছিলেন রেজাউল হক। এ সময় আল মামুন তার সহযোগীদের নিয়ে ইউনিয়ন পরিষদে ঢুকে আমাকে বাইরে যেতে বলেন। কাজ রেখে বাইরে যেতে না চাইলে তিনি (মামুন) ও তার দলের লোকজন আমার ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে এবং দফতরের ফাইল পত্র তছনছ করে।

এজাহার ও অভিযোগকারী রেজাউলের বক্তবের মাধ্যমে আরো জানা গেছে, গুরুতর আহত রেজাউলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার পরই পুলিশের তৎপরতা টের পেয়ে মামুন এলাকা ছেড়ে গা ঢাকা দেন।

ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন বলেন,‘মামুন একজন চিহ্নিত মাদককারবারি। ব্যবসার অস্তিত্ব ধরে রাখতে এলাকার জনগণকে হুমকি-ধুমকি-সহ সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকেন। ইতোপূর্বে তিনি মেম্বারের বাড়িতে হামলাসহ ইউপি মেম্বারকে হুমকি দিয়েছিলেন।’

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শিব্বির আহম্মেদ জানান, ঘটনার পর থেকেই মামুন পলাতক ছিলেন।’

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ইউনিয়ন পরিষদে হামলার পর তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদে শনিবার ভোরে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে মাদকের তিনটি মামলার সাজা রয়েছে।


আরো সংবাদ



premium cement
প্রধান বিচারপতি ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন প্রকাশ শিক্ষার্থীদের সংঘর্ষ : যাত্রাবাড়ী-ডেমরায় বিজিবি মোতায়েন বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার ঢাকা থেকে খুলনা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালু অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো মতপার্থক্য নেই : তারেক রহমান পার্থে ইতিহাস গড়ল ভারত, পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া দেশের শ্রমখাতে নতুন করে অসন্তোষ তৈরি হতে পারে : শ্রম সচিব সুদমুক্ত ঋণের প্রলোভনে ঢাকায় সমাবেশের চেষ্টা : লক্ষ্মীপুরে আটক ১১ নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর রাজশাহী টিটিসির অধ্যক্ষ বদলি সাবেক কৃষিমন্ত্রী শহীদকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের

সকল