২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিয়ের বাজার শেষে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজির

বিয়ের বাজার শেষে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজির -

ময়মনসিংহ নগরীর বিদ্যাময়ী স্কুলের পেছনে নতুন বাজার রেলপথ ক্রসিংয়ের আগে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন।

এদের মধ্যে একজন নগরীর উজান বাড়েরা গ্রামের আব্দুর রহমান (৬০) ও অন্যজন তার ভাতিজি শেফালী আক্তার (৪০)।

নিহত আব্দুর রহমান সিটি করপোরেশনের উজান বাড়েরা এলাকার নুর হোসেনের ছেলে। আর শেফালী একই বাড়ির রফিকুল ইসলামের স্ত্রী। ট্রেনের ধাক্কায় আহত হয়েছেন অটোরিকশার (মিশুক) চালক।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ময়মনসিংহ-জামালপুর রুটে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, আব্দুর রহমান ও তার ভাতিজি শেফালী আক্তার শহর থেকে তাদের এক আত্মীয় (ভাগিনার) বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন। রাত সোয়া ১০টার দিকে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ জংশন স্টেশন ছাড়ার পর বিদ্যাময়ী স্কুলের পেছনের লেভেল ক্রসিং অতিক্রম করার সময় যাত্রীবাহী অটোরিকশা পঁচাপুকুরপাড় সড়কে উঠে পড়ে। এ সময় ওই অটোরিকশার যাত্রীরা ট্রেনে কাটা পড়ে।

রিকশার দুই যাত্রী আব্দুর রহমান ও শেফালী ঘটনাস্থলেই নিহত হন। ছড়িয়ে ছিটিয়ে যায় বরের মুকুট, কাপড়, মিষ্টি, পান-সুপারিসহ বিয়ে বাড়ির অন্যান্য সামগ্রী।

খবর পেয়ে পুলিশ ও জিআরপি ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহত আব্দুর রহমানের ছোট ভাই হাবিব বলেন, ‘তাদের ভাগিনা খোকার বিয়ে ঠিক হয় শহরতলীর আজমতপুর এলাকায়। আগামীকাল (২৪ এপ্রিল) তাদের বাড়িতে গায়ে হলুদ ও বিয়ে। এই বিয়ের বাজার করতেই তারা শহরে যায়। বাজার করে ফেরার পথেই তারা ট্রেনে কাটা পড়ে।’

জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনাটি ময়মনসিংহে হলেও এটা জামালপুর থানার অধীনে। আমরা লাশ দুটি উদ্ধার করেছি। পরে জামালপুর জিআরপির কাছে বুঝিয়ে দেয়া হবে।’

ওসি আরো বলেন, এ ঘটনায় ময়মনসিংহ-জামালপুর রুটে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।


আরো সংবাদ



premium cement
৭ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ লাখ টাকার প্রলোভনে শাহবাগে এত লোক কিভাবে এলো? কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু হিজবুল্লাহ কমান্ড সেন্টারে ইসরাইলি হামলা রাজশাহীতে প্রথম আলো পত্রিকায় আগুন ও সাইনবোর্ড ভাঙচুর রোহিঙ্গাদের আশ্রয়স্থলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে : পররাষ্ট্র সচিব আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৬ শ্রম সংস্কারে অন্তর্বর্তী সরকারের অগ্রগতিতে মার্কিন প্রতিনিধিদলের প্রশংসা আইপিএলে রেকর্ড গড়লেন ১৩ বছর বয়সী বৈভব সিলেটে ট্রাক ও বাসচাপায় নিহত ২ মানিকগঞ্জে প্রলোভন দেখিয়ে শাহাবাগে লোক নেয়ার মূলহোতা দবিরসহ আটক ৫

সকল