২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কিডনি দিয়ে ছেলের প্রাণ রক্ষা করলেন বাবা

- ছবি : ফাইল

জামালপুরের দেওয়ানগঞ্জে নিজের কিডনি দিয়ে ছেলের প্রাণ রক্ষা করলেন এক বাবা।

জানা গেছে, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে শরিফুল ইসলাম সাঈদের শরীরের দু’টি কিডনি নষ্ট হয়ে যায়।

শরিফুল ইসলাম সাঈদ একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তিনি দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদরাসা থেকে দাখিল জিপি ৫ পেয়ে পাশ করেন। পরে ময়মনসিংহ পলিটেকনিক্যাল কলেজ থেকে পাশ করে সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করেন।

শরিফুল ইসলামের বাবা আব্দুর রহমান জানান, ‘শরিফুল ইসলাম সাঈদ দীর্ঘ দিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন। এসব চিকিৎসা করতে গিয়ে তার জমানো টাকা পয়সা ব্যয় করা ছাড়াও জমি জমা বন্ধক, বিক্রি করেছেন। চিকিৎসারা একপর্যায়ে ডাক্তারা জানান, শরিফুল ইসলাম সাঈদের দেহের দু’টি কিডনি সম্পূর্ণ নষ্ট হতে চলেছে। তাকে বাঁচানো প্রায় অসম্ভব। এমতাবস্থায় সাঈদের বাবা আব্দুর রহমান সম্প্রতি সিদ্ধান্ত নেন তার ছেলেকে বাঁচাতে প্রয়োজনে নিজের একটি কিডনি ছেলের দেহে সংযোজন করাবেন। পরবর্তীতে ঢাকা শ্যামলীতে সিকেডিতে ডাক্তার অধ্যাপক কামরুল ইসলামের অধীনে তিনি তার একটি কিডনি অপসারণ করে তা ছেলের দেহে সংযোজন করান।’

উল্লেখ্য, বর্তমানে আব্দুর রহমান সুস্থ অবস্থায় জীবন যাপন করেছেন এবং শরিফুল ইসলাম সাঈদ ডাক্তারের পর্যবেক্ষণে রয়েছেন।


আরো সংবাদ



premium cement