২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দেওয়ানগঞ্জে পুলিশ সুপারের বাসার ছাদ থেকে ৪ গন্ধ গোকুল উদ্ধার

দেওয়ানগঞ্জে পুলিশ সুপারের বাসার ছাদ থেকে ৪ গন্ধ গোকুল উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরীর সরকারি বাসভবনের ছাদের এক নির্জন কুঠুরী থেকে বিরল প্রজাতির চার গন্ধ গোকুল প্রাণি উদ্ধার করেছে বন বিভাগ।

সোমবার (১ এপ্রিল) দুপুরে বাংলাদেশ বন বিভাগের শেরপুর বনাঞ্চলের রেঞ্জ অফিসার মো: মঞ্জুরুল আলম ও কর্মকর্তা সুমন সাহাসহ অন্য কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে এলে গন্ধ গোকুল প্রাণি বলে নিশ্চিত করেন।

পরে মা গন্ধ গোকুল প্রাণীসহ তিনটি বাচ্চা অতি কষ্টে উদ্ধার করা হয়। এর আগে গত কদিন ধরে গন্ধ গোকুল প্রাণিগুলোর অবস্থান স্থলে অনেকে পোলাও চালের সুবাসের মতো গন্ধ পাচ্ছিলেন।

সোমবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপারের বাস ভবনের ছাদে কাজ করা কালে শ্রমিকরা গন্ধ গোকুল প্রাণিগুলোকে দেখতে পেয়ে ধারণা করে এসব বন বিড়াল। এ সময় উৎসুক শিশু নারী পুরুষের ভীড় জমে।

বন বিভাগ খবর পেয়ে ঘটনাস্থলে এসে এসব দেখে নিশ্চিত করে এগুলো গন্ধ গোকুল প্রাণি।

দেওয়ানগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: আশরাফ আলী, দেওয়ানগঞ্জ মডেল থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, জামালপুর ডিবি-২-এর ওসি সোহেল রানা, ওসি (তদন্ত) হাবীব সাত্তিসহ অন্যদের উপস্থিতিতে এসব গন্ধ গোকুল প্রাণি উদ্ধার করে শেরপুর রেঞ্জের বন বিভাগ।

আরো উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলাম, সাংবাদিক বিল্লাল হোসেন, থানার অন্য কর্মকর্তা, কর্মচারী ও এলাকাবাসী।


আরো সংবাদ



premium cement