২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ - ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে কটন মিলের শ্রমিকেরা।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জামিরদিয়া এলাকায় অবস্থিত ওই মিলের শ্রমিকেরা প্রায় ১ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানযটের সৃষ্টি হয়।

পরে শিল্প ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে দাবির বিষয়ে আশ্বাস দেয়া হলে অবরোধ তুলে নেয়া হয়।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জামিরদিয়া এলাকায় অবস্থিত আকবর কটন মিল নামের কারখানাটিতে ৭০০ নারী ও পুরুষ শ্রমিক কাজ করেন। শ্রমিকদের অভিযোগ কারখানা কর্তৃপক্ষ একাধিকবার বেতন দেয়ার দিন ঠিক করেও বেতন দেননি। সব শেষ ২২ ফেব্রুয়ারি বেতন দেয়ার দিন ঠিক করেছিল কারখানা কর্তৃপক্ষ। কিন্তু ওই দিনও বেতন দেয়া হয়নি। ফলে মঙ্গলবার পৌনে ৪টার দিকে প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্দ শ্রমিকেরা।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ কামাল আকন্দ জানান, গত জানুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে আকবর কটন দিলের দুই-আড়াই শত শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিল। পরে কারখানা কর্তৃপক্ষ বুধবার (২৮ বুধবার) কারখানার টেক্সটাইল সেকশন এবং বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) কারখানার কটন সেকশনের শ্রমিকদের জানুয়ারী মাসের বকেয়া বেতন প্রদানের ঘোষণা এবং স্পিনিং সেকশনের শ্রমিকদের বেতন পরিশোধ করে দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে যায়।

শ্রমিকেরা জানান, আকবর কটন মিলের তিনটি সেকশনে ৭০০ শ্রমিক কাজ করেন। জানুয়ারি মাসের বকেয়া বেতন কয়েক বার তারিখ দিয়েও দেয়নি কারখানা কর্তৃপক্ষ। তাই তারা মহাসড়কে নামতে বাধ্য হয়েছেন।

শ্রমিকদের মহাসড়ক অবরোধের বিষয়টি স্বীকার করেন শিল্প পুলিশ-৫-এর পুলিশ সুপার মিজানুর রহমান।

তিনি বলেন, কারখানা কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। তারা মঙ্গলবার শ্রমিকদের বকেয়া বেতন দেয়ার বিষয়টি আশ্বাস করায় মহাসড়ক ছেড়ে দেয় শ্রমিকেরা।


আরো সংবাদ



premium cement