জামালপুরে কলেজছাত্র হত্যার পর লাশ পোড়ানোর মামলায় ৭ জনের যাবজ্জীবন
- জামালপুর প্রতিনিধি
- ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৪
জামালপুরের তুলশীপুরে কলেজছাত্র লিটন হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ছয় মাস এবং দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এহসানুল হক এই রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন রামদেব বাড়ী গ্রামের মিজান, সোহেল, সুমন, লাভলু, হেলাল উদ্দিন। তবে মো: মিজান মজিবর রহমান পলাতক রয়েছেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী নির্মল কান্তি জানান, কলেজছাত্র লিটন জামালপুর সদর উপজেলার রামদেববাড়ী গ্রামের আব্দুস সামাদের ছেলে। ২০১৬ সালের ১৩ জানুয়ারি রাতে চাচার বাড়িতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। ১৪ জানুয়ারি বিকেল ৩টার দিকে গোপীনাথপুরে লিটনের লাশ পাওয়া যায়। এই ঘটনায় তার বাবা আব্দুস সামাদ জামালপুর সদর থানায় হত্যা মামলা করেন।
নির্মল কান্তি আরো জানান, তথ্য উপাত্ত থেকে জানা যায়, স্থানীয় একটি সমিতির টাকা লেনদেন নিয়ে শত্রুতার জের ধরে লিটনকে জবাই করে হত্যার পর তার দেহের অংশ বিশেষ পুড়িয়ে ফেলেন আসামিরা। মামলায় বাদিসহ মোট ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
মামলার বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ ও অ্যাডভোকেট জামিল হাসান তাপস।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা