২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জামালপুরে কলেজছাত্র হত্যার পর লাশ পোড়ানোর মামলায় ৭ জনের যাবজ্জীবন

জামালপুরে কলেজছাত্র হত্যার পর লাশ পোড়ানোর মামলায় ৭ জনের যাবজ্জীবন - প্রতীকী ছবি

জামালপুরের তুলশীপুরে কলেজছাত্র লিটন হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ছয় মাস এবং দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এহসানুল হক এই রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন রামদেব বাড়ী গ্রামের মিজান, সোহেল, সুমন, লাভলু, হেলাল উদ্দিন। তবে মো: মিজান মজিবর রহমান পলাতক রয়েছেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী নির্মল কান্তি জানান, কলেজছাত্র লিটন জামালপুর সদর উপজেলার রামদেববাড়ী গ্রামের আব্দুস সামাদের ছেলে। ২০১৬ সালের ১৩ জানুয়ারি রাতে চাচার বাড়িতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। ১৪ জানুয়ারি বিকেল ৩টার দিকে গোপীনাথপুরে লিটনের লাশ পাওয়া যায়। এই ঘটনায় তার বাবা আব্দুস সামাদ জামালপুর সদর থানায় হত্যা মামলা করেন।

নির্মল কান্তি আরো জানান, তথ্য উপাত্ত থেকে জানা যায়, স্থানীয় একটি সমিতির টাকা লেনদেন নিয়ে শত্রুতার জের ধরে লিটনকে জবাই করে হত্যার পর তার দেহের অংশ বিশেষ পুড়িয়ে ফেলেন আসামিরা। মামলায় বাদিসহ মোট ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

মামলার বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ ও অ্যাডভোকেট জামিল হাসান তাপস।


আরো সংবাদ



premium cement
বিপুল পরিমাণে বিদেশী মুদ্রাসহ শাহ আমানতে যাত্রী আটক রাখাইনে গণহত্যা ও চলমান সহিংসতার বিচারের দাবি রোহিঙ্গাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের সমন্বিত ফলাফল প্রকাশ রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির কুলাউড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ শিক্ষার্থীর মৃত্যুর দায় ন্যাশনাল হাসপাতালের ওপর চাপানো ভিত্তিহীন : কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সেন্ট গ্রেগরি হাইস্কুল বন্ধ ঘোষণা স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে পিরোজপুরে একজনের যাবজ্জীবন নড়াইলে ২ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড নোবিপ্রবিতে মানবিকতার আড়ালে হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসন

সকল