২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নালিতাবাড়ীতে কয়েলের আগুনে পুড়ল দিনমুজুরে বাড়ি-ঘর

- ছবি : নয়া দিগন্ত

শেরপুরের নালিতাবাড়ীতে মশার কয়েলের আগুনে পুড়ল জৈনক দিন মুজুরের বাড়ি-ঘর, ছগল, হাস ও মুরেগিসহ আসবাপত্র।

শনিবার (৩ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলারে খড়খড়িয়াকান্দা গ্রামের মরহুম নেয়ামত আলীর ছেলে দিনমুজুর জবেদ আলী বসতঘরে আগুনে ধরে একটি দুচালা টিনের ঘর, একটি রান্না ঘর, দুটি বড় ছাগল, কয়েকটি হাঁস, মুরগি, ঘরে রাখা নগদ টাকা ও চালসহ আসবাপত্র পুড়ে ছাইে হয়ে যায়।

স্থানীয়রা জানায়, মাশার কয়েল জালিয়ে ১০ বছরের নাতিন কাওসারকে ঘরে রেখে দিনমুজুর জাবেদ আলী মুজুরী নেয়ার জন্য পাশের বোটঘর বাজার যান। শুয়ে থাকা কাওসার হঠাৎ কয়েলের আশপাশে আগুন জলতে দেখে। পরে ঘরেই বেঁধে রাখা ছাগল ছাড়তে গেলে নিজের শরিরে আগুনের তাপ লাগলে ঘর থেকে বের হয়ে ডাকাডাকি করে। স্থানিয়রা এসে পানি দিয়ে আগুন নিয়ন্তণে আনে। এতক্ষণে বাড়িঘরসহ খরের টিভি পুড়ে ছাই হয়ে যায়।

দিনমজুর জবেদ আলী জানান, আমার থাকার আর কোনো ঘর রইল না। এখন স্ত্রী নিয়ে কই থাকব জানি না। আমার কাছে কিছু টাকা ছিল তাও পুড়ে গেছে। সব মিলিয়ে প্রায় দের লাখ টাকার ক্ষতি হয়েছে।

নালিতাবাড়ী সদর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার বাবুল হোসেন বলেন. আমি পাশের বোর্ডঘর বাজারেই ছিলাম। ডাকাডাকির শব্দে আমরা এসে পানি দিয়ে আগুন নিবাই।


আরো সংবাদ



premium cement