২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জামালপুরে সোয়া ২ হাজার হেক্টর জমিতে ভুট্টার চাষে লক্ষ্যমাত্রা অতিক্রম

- ছবি : নয়া দিগন্ত

ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদী বিধৌত জেলা জামালপুরে এবার লক্ষমাত্রার চেয়ে ২ হাজার ২৬৮ হেক্টর বেশি ভুট্টা চাষ হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনও আশা করছেন জেলা কৃষি বিভাগ।

জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, এ বছর জামালপুরের সাত উপজেলায় ২০ হাজার ২৬৮ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। চলতি মৌসুমে জেলায় ১৮ হাজার হেক্টর ভুট্টা চাষের নির্ধারণ করা হয়েছিল।

সূত্র জানান, যমুনা-ব্রহ্মপুত্র নদ-নদীর চরাঞ্চলের মাটি ভুট্টা চাষে উপযোগী এবং ভুট্টা চাষ কম খরচে বেশি লাভের ফসল হওয়ায় জামালপুরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ভুট্টা চাষ।

দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ গ্রামের কৃষক কাজিম উদ্দিন জানান, ‘ভুট্টা আবাদ করে আমরা অনেক লাভবান হয়েছি।’

তিনি বলেন, ‘এক বিঘা জমিতে ভুট্টা চাষ করতে ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয়। ভালো ফলন হলে ৪০ থেকে ৪৫ মন ভুট্টা উৎপাদন হয়। গত বছর ৯০০ থেকে ১২০০ টাকা বিক্রি হয়েছে।’

ইসলামপুর উপজেলা কৃষি অফিসার এ.এল.এম রেজুওয়ান বলেন, ‘যমুনা-ব্রহ্মপুত্রের অববাহিকার চরাঞ্চলের বালি ও অন্য ফসল হয় না এমন অনাবাদি জমিও ভুট্টা চাষে উপযোগী। এছাড়া ভুট্টা চাষ একটি স্বল্প সময়ের লাভজনক ফসল। তাই প্রতি বছর এ অঞ্চলে ভুট্টা চাষ বৃদ্ধি পাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘এ বছর ইসলামপুরে এক হাজার ৯৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ক্ষেত অনেক ভালো হয়েছে।’

যমুনার দূর্গম চরাঞ্চলে সরেজমিনে দেখা গেছে, ‘বিস্তীর্ণচরাঞ্চল জুড়ে শুধু ভুট্টা ক্ষেত আর ভুট্টা ক্ষেত।’

জিগাতলা গ্রামের আব্দুল কাদের শেক জানান, ‘ভুট্টা চাষে এক দুই বার পানি দিলেই হয়। আগাছা পরিষ্কার করতে শ্রমিক লাগে না।’

কুলকান্দী ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান জানান, ‘অন্য ফসলের চেয়ে বেশি লাভজনক। আমি ৪ থেকে ৫ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। এই ফসলের তেমন কোনো শ্রমিকের প্রয়োজন হয় না। কাটা মাড়াই মেশিনে করায় খরচ আরো কমেছে। যে কারণে চরাঞ্চলের কৃষকরা ভুট্টা চাষে ঝুঁকে পড়েছে।

জামালপুরের ৫ নম্বর চর এলাকার ভুট্টা চাষী আবু জাফর বলেন, ‘বালু জমি বাদাম আর ভুট্টা ছাড়া অন্য ফসল হয় না। বাদামের চেয়ে ভুট্টা লাভজনক তাই সকলেই ঝুঁকে পড়েছে ভুট্টা চাষে।’

জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা বলেন, ‘এ বছর জামালপুর জেলার সাত উপজেলায় ২০ হাজার ২৬৮ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। যার পরিমাণ গত বছর ছিলো ১৮ হাজার হেক্টর।’

তিনি আরো বলেন, ‘চলতি বছর আমাদের লক্ষমাত্রার চেয়ে দুই হাজার হেক্টরেরও বেশি হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। পতিত জমিতে স্বল্প সময় এবং স্বল্প খরচে লাভজন হওয়ায় দিন দিন ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠছে চরাঞ্চলে কৃষকরা।’


আরো সংবাদ



premium cement
রাশিয়া রাতে ‘রেকর্ড’ সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে : ইউক্রেন আতঙ্ক নয়, পুলিশ হবে জনগণের ভরসা : জিএমপি কমিশনার হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : উপদেষ্টা রাজশাহীতে সাবেক এমপি রায়হান গ্রেফতার পাবনায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু টেকনাফে বিজিবির অভিযানে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার চট্টগ্রামে আইনজীবী কুপিয়ে হত্যা করল চিন্ময়ের সমর্থকরা তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে ইসকন সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ বিপুল পরিমাণে বিদেশী মুদ্রাসহ শাহ আমানতে যাত্রী আটক রাখাইনে গণহত্যা ও চলমান সহিংসতার বিচারের দাবি রোহিঙ্গাদের

সকল