ঘাটাইলে বোরো আবাদে ব্যস্ত কৃষক
- ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা
- ৩১ জানুয়ারি ২০২৪, ১০:১৭, আপডেট: ৩১ জানুয়ারি ২০২৪, ১০:৪২
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। খাল-বিলের পানি নেমে যাওয়ার পরই বোরো ধান চাষের জন্য জমির আগাছা পরিষ্কার, হাল চাষ করে মই দিয়ে জমি প্রস্তুত করেছেন তারা। এখন শুরু করেছেন চারা রোপণ। পৌষ ও মাঘ মাসের কনকনে শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপণ করছেন কৃষকরা। ভোর থেকে বিকেল পর্যন্ত চলে চারা রোপণের কাজ।
সরেজমিনে উপজেলার বিভিন্ন স্থানে দেখা গেছে, ১৪টি ইউনিয়নের আবাদি জমিগুলোতে কৃষকরা তীব্র শীতের মধ্যে সকাল থেকে বিকেল পর্যন্ত হাল চাষ, মই দেয়া, সার প্রয়োগ, জমির আইল নির্মাণ, পানি সেচ, বীজতলা থেকে ধানের চারা তুলে তা জমিতে রোপণ করছেন। কর্মব্যস্ত কৃষক ও শ্রমিকদের মাঠেই খাবার খেতে দেখা যায়। শ্রমিকদের মজুরি হিসেবে প্রতিদিন জনপ্রতি ৫০০-৫৫০ টাকা দিচ্ছেন জমির মালিক।
এ বিষয়ে উপজেলার কৃষি অধিদফতরের কর্মকর্তারা জানান, ‘উপজেলার বোরো ধানের মধ্যে হাইব্রিড, উফশি, ব্রি-২৯, ব্রি-৮৯, ব্রি-৯০, ব্রি-২৮, ব্রি-৭৪-সহ স্থানীয় জাতের ধানের চারা রোপণ করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান বলেন, ‘চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বীজতলা অনেকটা ভালো রয়েছে। উপজেলায় চলতি বোরো মৌসুমে প্রায় ২১ হাজার ৫৭৫ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’
কৃষকদের সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে বলেও জানান তারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা