২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বস্তায় আদা চাষে সফল সরিষাবাড়ীর কৃষক

- ছবি : নয়া দিগন্ত

বস্তায় আদা চাষ করে জামালপুরে সফলতার মুখ দেখছেন সরিষাবাড়ী উপজেলার আব্দুল মজিদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে তিনি কৃষি কাজকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। ছোটবেলা থেকেই কৃষি কাজের প্রতি তার একটি আগ্রহ ছিল। তাই জীবনের শেষ দিন পর্যন্ত একজন সফল কৃষক হিসেবে কৃষি কাজ করে যেতে চান তিনি। কৃষিপণ্য উৎপাদন করে দেশের চাহিদা পূরণ করার লক্ষ্যে নতুন পদ্ধতিতে আদা চাষ শুরু করেছেন এই কৃষি উদ্যোক্তা। জমিতে কোনো রাসায়নিক সার ব্যবহার না করে ফসল ফলান আব্দুল মজিদ।

স্থানীয়রা জানান, মজিদের এই প্রযুক্তি দেখে অনেকেই আদা চাষে আগ্রহী হচ্ছেন। এছাড়াও জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেশের আদার চাহিদা পূরণ করতে বাড়ির আঙিনা ও আশপাশের প্রায় ৩ বিঘা পতিত জমিতে প্লাাস্টিকের বস্তায় মাটি ভরে বাণিজ্যিকভাবে আদা চাষ করছেন উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া এলাকার আব্দুল মজিদ। তিনি ১৯৮৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে অনার্স সম্পূর্ণ করেন। ছাত্রজীবন থেকেই তার ইচ্ছে ছিল একজন সফল কৃষক হওয়ার। সেই ইচ্ছা থেকেই তিনি কৃষি কাজ করে যাচ্ছেন। মাছ চাষসহ নানা ফসলের জমিতে কাজ করেই ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তার সময় কাটে। নিজেই কেঁচো ব্যবহার করে জৈব সার তৈরি করেন তিনি। দেশের আদার চাহিদা মেটাতেই স্বল্প জমি ব্যবহার করে প্লাস্টিকের বস্তায় আদা চাষ করার সিদ্ধান্ত নেন। সেই থেকে তিনি বসত-বাড়ির আশপাশে পতিত ৩ বিঘা জমিতে ১৪ হাজার বস্তায় আদা চাষ করেছেন। আব্দুল মজিদের পরামর্শ নিয়ে অনেকেই বাড়ির আশপাশের পতিত জমিতে আদার চাষ শুরু করেছেন।

সরেজমিনে দেখা গেছে, বাড়ির গাছপালার ছায়া তলে এবং আশপাশের তিনটি প্লটে সারিসারি বস্তায় আদার সবুজ চারা গাছ মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করেছে। এ সময় আদা গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন আব্দুল মজিদ ও দু’জন শ্রমিক।

কৃষক আব্দুল মজিদ জানান, ‘ইউটিউবে বগুড়ার মসলা গবেষনার ইন্সটিটিউটের আদা চাষ কৌশল ও তাদের কৃষি কথা নামে ম্যাগাজিন দেখে আদা চাষে সফলতা অর্জন করেছেন।’


আরো সংবাদ



premium cement
পাবনায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু টেকনাফে বিজিবির অভিযানে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার চট্টগ্রামে আইনজীবী কুপিয়ে হত্যা করল চিন্ময়ের সমর্থকরা তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে ইসকন সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ বিপুল পরিমাণে বিদেশী মুদ্রাসহ শাহ আমানতে যাত্রী আটক রাখাইনে গণহত্যা ও চলমান সহিংসতার বিচারের দাবি রোহিঙ্গাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের সমন্বিত ফলাফল প্রকাশ রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির কুলাউড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ

সকল