জামালপুরে অসময়ে ব্রহ্মপুত্রের ভাঙন, বিলীন হচ্ছে বসতভিটা-ফসলিজমি
- জামালপুর প্রতিনিধি
- ২৯ জানুয়ারি ২০২৪, ১৭:০৩
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের পাটাধোয়া পাড়া থেকে মৌলভীরচর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় জুড়ে ব্রহ্মপুত্র নদের ভাঙন অব্যহত রয়েছে। অসময়ের এই নদী ভাঙনে হুমকির মুখে পড়েছে কোটি টাকার রাজস্ব আদায়ের সানন্দবাড়ি বাজার ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের শত শত বসতভিটা ও ফসলি জমি।
অসময়ে নদী ভাঙনের বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনী ব্যবস্থাগ্রহণ করার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা।
ইতোমধ্যে কয়েকশ’ ফসলি জমি নদের গর্ভে বিলীন হয়েছে।
সরেজমিন দেখা যায়, সানন্দবাড়ি বাজারের পশ্চিমপার্শে পাটাধোয়া পাড়া থেকে মৌলভীরচর এলাকার মন্ডলপাড়া, মৌলভীরচর মুন্সিপাড়া, চুনালীপাড়া, চিথুলীয়া, বাহির পশ্চিমপাড়া, পশ্চিম পাটাধোয়াপাড়া ও খোলাবাড়ীসহ বেশ কয়েকটি গ্রাম রয়েছে। ইতোমধ্যে মন্ডলপাড়া, মৌলভীরচর মুন্সিপাড়া, চুনালীপাড়া, চিথুলীয়া, বাহির পশ্চিমপাড়া, পশ্চিম পাটাধোয়াপাড়া ও খোলাবাড়ী এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই মাসে (নভেম্বর-ডিসেম্বর) প্রায় পাঁচ শতাধিক বসতভিটা, ২০০ একর ফসলি জমি, পাটাধোয়াপাড়া জামে মসজিদ ও পাটাধোয়াপাড়া নূরানী হাফিজিয়া মাদরাসা নদীর গর্ভে বিলীন হয়েছে। এ ভাঙন অব্যহত থাকলে কোটি টাকা রাজস্ব আদায়ের সানন্দবাড়ি বাজার, সানন্দবাড়ি ডিগ্রি কলেজ, সানন্দবাড়ি উপ-স্বাস্থ্য কেন্দ্র, সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্র, মৌলভীরচর উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলিম মাদরাসা, সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সানন্দবাড়ি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটাধোয়াপাড়া ১ নম্বর খোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পাটাধোয়াপাড়া, মন্ডলপাড়া ও মৌলভীরচর এলাকা ভাঙনে বিলীন হওয়ার আশঙ্কায় রয়েছে।
দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের পশ্চিম পাটাধোয়াপাড়া এলাকায় তীব্র শীতে যবুথবু হয়ে নদীর পাড়ে বসে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে চোখের পানি ফেলছিলেন আফছর আলী (৭৬)। চৌদ্দ বছর আগে বসতভিটা হারিয়েছেন তিনি। সেই পুরানো বসতভিটার সেই স্মৃতি এখনো ভুলতে পারেনি তিনি। স্মৃতিবিজড়ীত সেই বসতভিটার টানে বার বার নদীর পাড়ে চলে আসেন আফছার আলী।
জামালপুর পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ভাঙন রোধে বালু ভর্তি জিও ব্যাগ ড্রাম্পিং শুরু করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা