জামালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- জামালপুর প্রতিনিধি
- ২৪ জানুয়ারি ২০২৪, ১৯:৫৬
জামালপুর পৌর এলাকার পাথালিয়া গজপাড়া মহল্লায় পুকুরের পানিতে ডুবে মো: স্বর্ণ নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
স্বর্ণ ওই এলাকার বিদ্যুৎ শ্রমিক মো: জুয়েলের ছেলে।
পারিবারিক সূত্রে জানায়, জামালপুর শহরের পাথালিয়া গজপাড়া এলাকার গৃহিনী কনিকা খাতুন বুধবার দুপুরে তার একমাত্র সন্তান শিশু স্বর্ণকে বাড়িতে রেখে অন্য বাড়িতে যান। বাড়িতে আরো লোকজন থাকলেও সকলের স্বর্ণ নিখোঁজ হয় স্বর্ণ। বেলা সাড়ে ১২টার দিকে তার মা কনিকা বাড়িতে ফিরে তাকে না দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় প্রতিবেশী এক যুবক শিশু স্বর্ণকে বাড়ির পাশের পুকুরে ভেসে থাকতে দেখে বাড়িতে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী শত শত লোকজন শিশু স্বর্ণের লাশ দেখতে ওই বাড়িতে ভীড় করেন। শিশুটির বাবা জুয়েল একজন দরিদ্র বিদ্যুৎ শ্রমিক। সে ঢাকায় বিদ্যুতে কাজ করেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাথালিয়া গজপাড়া এলাকায় স্বর্ণ নামের এক শিশু পানিতে ডুবে মারা যাওয়ার কথা শুনেছি। পরিবারের কেউ থানায় কোনো অভিযোগ দিলে। প্রয়োজনিয় আইনি পদক্ষেপ নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা