ইসলামপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- জামালপুর প্রতিনিধি
- ২৩ জানুয়ারি ২০২৪, ১৮:১৯
জামালপুরের ইসলামপুরে শারমিন আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সুজন মিয়ার বসতঘর থেকে শারমিনের লাশ উদ্ধার করে ইসলামপুর থানা পুলিশ।
নিহত শারমিন আক্তারের স্বামী সুজন মিয়া (২২)। তাদের ফুটফুটে সুন্দর একটি ছেলে সন্তান রয়েছে। তার নাম অভিমান (ছয় মাস)।
জানা যায়, ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের চর মন্নিয়া গ্রামের খোরশেদ মাঝির মেয়ে একই ইউনিয়নের আব্দুল মান্নানের ছেলে সুজন মিয়ার (২২) সাথে প্রেমের সম্পর্ক করে বিয়ে হয়। এরইমধ্যে তাদের ঘরে জন্ম নেয় ওই ছেলে। বাবা-মা আদর করে তার নাম রাখেন অভিমান। সেটি বুঝার ক্ষমতাও হয়নি তাদের ছয় মাসের শিশু অভিমানের।
স্থানীয় সূত্র জানায়, মাঝে মধ্যেই স্বামী সুজন মিয়া মারপিট করত শারমিনকে। ঘটনার দিনও দু’জনের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। এরপর শারমিন গলায় উড়না দিয়ে ফাঁস দেয় জানা যায়। কিন্তু পরিবারের লোকজন এসে তাকে জীবিত উদ্ধার করে। সুস্থও হয়ে উঠে শারমিন। কিন্তু কিছুক্ষণ পর রহস্যজনক কারণে তার মৃত্যু হয়। গৃহবধূ শারমিনের মৃত্যু নিয়ে এক এক করে বাঁধছে রহস্যের ডানা।
ইসলামপুর পুলিশ শারমিনের লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে। এবং পাষণ্ড স্বামী সুজন মিয়াকে আটক করে থানা হেফাজতে রেখেছেন।
ইসলামপুর থানার এসআই মো: মাসউদুর রহমান বলেন, স্বামী সুজন মিয়াকে আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা