২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নালিতাবাড়ীতে জমি নিয়ে দ্বন্দ্ব, উভয় পক্ষের আহত ৩৩ আটক ৮

নালিতাবাড়ীতে জমি নিয়ে দ্বন্দ্ব, উভয় পক্ষের আহত ৩৩ আটক ৮ - ছবি : নয়া দিগন্ত

শেরপুরের নালিতাবাড়ীতে ওয়কফকৃত কওমি মাদরাসার জমি লিজ নেয়া দ্বন্দ্বে উভয় পক্ষের ৩৩ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ উভয় পক্ষের আটজনকে আটক করেছে।

শনিবার (২০ জানুয়ারি) বিষয়টি সমাধানের জন্য গোল্লারপার পাকা সড়কে উভয় পক্ষ আলোচনা জন্য বসে। এর আগে এ ঘটনা ঘটে।

গুরতর ১০ জনের কয়েকজনকে শেরপুর জেলা হাসপাতাল ও কয়েকজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কলসপার ইউনিয়নের গোল্লারপার মদিনাতুল উলুম কওমি মাদরাসা ও এতিম খানার নামে কিছু আবাদি জমি রয়েছে। প্রতি বছর প্রকাশ্য নিলাম ডাকে এক বছরের জন্য লিজ দেয়া হয়। এবারও সর্বোচ্চ ধরদাতা হিসাবে ২৫ শতাংশ জমি লিজ নেয় জাহের আলি। সে অনুযায়ী জাহের আলি চাষাবাদ করে রোপনের জন্য প্রস্তুত করে। মাদরাসার সাধারণ সম্পাদক হাবেজ আলি ও রেজাউল লিজ দেয়া জমি শুক্রবার রোপন করে।

আরো জানা যায়, আলোচনার একপর্যায়ে কথা কাটাকাটিতে মাদরাসার সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ওসমান আলী ও সাধারণ সম্পাদক হাবেজ আলীর মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। পরে উভয় পক্ষ লাঠিসুঠা ও দেশিয় আস্ত্র দিয়ে মারামারি শুরু করে ও দোকানপাট, বাড়িঘড় ও বেটারিচালিত অটোরিকশা ভাঙচুর করে। এতে উভয় পক্ষের আন্তত্য ৩৩ জন আহত হয়। পরে পুলিশ উপস্থিতিতে উভয় পক্ষকে শান্ত করে।

নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার দিদারুল ইসলাম বলেন, মদরাসার জমির ধান রোপন নিয়ে দ্বন্দ্বে ৩৩ জন আহত হয়েছে। জিজ্ঞাসা বাদের জন্য আটজনকে আটক করা হয়েছে। এখনপর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement