গফরগাঁওয়ে লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
- ২০ জানুয়ারি ২০২৪, ১৬:১৩, আপডেট: ২০ জানুয়ারি ২০২৪, ১৬:১৫
ময়মনসিংহের গফরগাঁওয়ে লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মসজিদের ইমাম নিহত হয়েছে। তার নাম হাফেজ আবু সায়েম হাসান (২৩)।
শনিবার সকালে এশিয়ান হাইওয়ের বাইপাস এলাকায় গফরগাঁও-ভালুকা সড়কের ভারইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
হাফেজ আবু সায়েম হাসান উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামের বাংলার বাজার সংলগ্ন হেলাল উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে জরুরি কাজে মসজিদ থেকে মোটরসাইকেল যোগে গফরগাঁও বাজারে আসছিলেন হাফেজ আবু সায়েম হাসান। মোটরসাইকেলটি গফরগাঁও-ভালুকা সড়কের ভারইল নামক স্থানে পৌঁছালে লরি সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরই লরিসহ চালক পলাতক রয়েছে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহীনুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা