গ্যাস সঙ্কটে যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ
- সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা
- ১৫ জানুয়ারি ২০২৪, ১৮:৩০
গ্যাস সঙ্কটে এশিয়ার বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টা এ ঘটনা ঘটে।
কারখানা সূত্রে জানা গেছে, দেশের সর্ববৃহৎ একমাত্র দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। নির্ধারিত চাপে গ্যাস সরবরাহ না পাওয়ায় গত বছরের ৫ সেপ্টেম্বর সার উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দীর্ঘ দিন বন্ধ থাকার পর সঙ্কট কাটিয়ে একই বছরের ১ নভেম্বর গ্যাস সরবরাহ দেয় তিতাস কর্তৃপক্ষ। পরদিন ২ নভেম্বর উৎপাদনে ফিরে যমুনা। সোমবার (১৫ জানুয়ারি) সকাল থেকেই আবারো গ্যাস সঙ্কট দেখা দিলে বিকেল ৩টায় দিকে উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ।
এ ব্যাপারে যমুনা সার কারখানার মহা-ব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, ‘গ্যাসের চাপ কমে যাওয়ায় বিকেল ৩টায় সার উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা