২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পূর্বধলায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রের মহড়া

- ছবি : নয়া দিগন্ত

নেত্রকোনার পূর্বধলা উপজেলার খারছাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দেশীয় অস্ত্রের মহড়া ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় দিকে কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ছোটাছুটি করতে থাকেন। কিছুক্ষণ ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ করে পুনরায় চালু করা হয়।

তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার খবিরুল আহসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হাসান।

ঘটনার প্রত্যক্ষদর্শী বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নেত্রকোণা জেলা সভাপতি তাপসী তালুকদার, সদর ইউপি ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহম্মেদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জয়নাল মিয়া জানান, বিকেল সাড়ে ৩টার দিকে খারছাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একদল তরুণ জড়ো হয়। পরে হট্টগোলের সৃষ্টির করে। কিছুক্ষণ পর ভোটকেন্দ্রের সামনে দেশীয় অস্ত্রের মহড়া ও তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। এরপর জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যায়।

অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে একটি ইয়ামাহা ব্যান্ডের মোটর সাইকেল (ময়মনসিংহ-ল ১১-৯৯২০) আটক করা হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ



premium cement