২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গফরগাঁওয়ের পড়শীপাড়া ভোটকেন্দ্রে আগুন, আটক ২

গফরগাঁওয়ের পড়শীপাড়া ভোটকেন্দ্রে আগুন, আটক ২ - ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের ঘটনায় ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত ওই বিদ্যালয়ের চারটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার সন্দেহে পুলিশ দু’জনকে আটক করেছে।

শনিবার (৬ জানুয়ারি) ভোর সকালে উপজেলার গফরগাঁও ইউনিয়নের পড়শীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন স্কুলের নৈশ্য প্রহরী কাম-দফতরি আরিফুল ইসলাম ও দফাদার ফারুক মিয়া। তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে থানা পুলিশ। এছাড়া পুলিশ ভোটকেন্দ্রের পাশ থেকে পেট্রলসহ একটি প্লাস্টিকের বোতল উদ্ধার করেছে।

স্থানীয়রা জানান, বিদ্যালয়টি সংসদ নির্বাচনে ৫০ নম্বর ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত। এ কেন্দ্রের নয়টি বুথে নারী ও পুরুষসহ চার হাজার ৬৫৮টি ভোটার রয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার ভোরে পড়শীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের জানালা দিয়ে কে বা কারা পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে আধাপাকা এই বিদ্যালয় ভবনের চারটি কক্ষের ওপরের টিনের চালা ও বাঁশের সিলিং আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাস্থলে কেরোসিন ও পেট্রলের অস্তিত্ব পাওয়া গিয়েছে ।

গফরগাঁও ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকন বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য আতঙ্ক সৃষ্টি করতে এই বিদ্যালয়ের ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আমি প্রশাসনের কাছে দাবি করছি দ্রুত এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহীনুজ্জামান খান বলেন, জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে স্থানীয়রা অগ্নিকাণ্ডের ঘটনা খবর জানায়। পরে পুলিশ শনিবার ভোর ৫টার দিকে ঘটনাস্থলে যায়। বিজিবি, পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদের জন্য নৈশ্য প্রহরী কাম-দফতরি আরিফুল ইসলাম ও দফাদার ফারুক মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ভোট গ্রহণে যাতে কোনো ধরনের সমস্যা না হয় এজন্য এই কেন্দ্রের পুড়ে যাওয়া বিদ্যালয় কক্ষগুলো দ্রুত সংস্কারের ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও সকল ভোট কেন্দ্রে আনসার মোতায়েনসহ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement