নৌকা-ঈগল সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলা, অফিস ভাঙচুরসহ আহত ১০
- সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা
- ০৪ জানুয়ারি ২০২৪, ২১:০১
জামালপুরের সরিষাবাড়িতে নৌকা-ঈগল সমর্থকদের মধ্যে পাল্টা হামলা ও ঈগলের অফিস ভাঙচুর করা হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার সময় মাহাবুবুর রহমান হেলাল (নৌকা) ডা. মুরাদ হাছান (ঈগল) নামের ২ প্রার্থীর সমর্থকদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।
এ সময় ঈগলের অফিস ও মোটরসাইকেল ভাঙচুরসহ ১০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নৌকা সমর্থক প্রার্থীর ছোট ভাই মন্জুরুল ইসলাম বিদ্যুৎ-এর নেতৃত্বে একটি নির্বাচনি মিছিল শিমলা বাজারের আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বাসস্টেন্ডের দিকে যাচ্ছিল। এ সময় মিছিল থেকে একটি গ্রুপ বাসস্টেন্ডে ঈগল মার্কার অফিসে অতর্কিতে হামলা চালায়। এ সময় অফিসে থাকা পৌর কাউন্সিলর ও ঈগল মার্কার প্রধান সমর্থক সাকোয়াত আলম মুকুলসহ ১০ জনকে পিটিয়ে গুরুতর আহত করে নৌকা সমর্থকরা। এ সময় অফিসের সামনে থাকা চারটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। সংবাদ পেয়ে ঈগল মার্কা সমর্থকরা জড়ো হয়ে ধাওয়া দিলে এ সময় পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে পুলিশ বিজিবিসহ নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার ভূমি সাদ্দাম হোসেন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মুসফিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা