২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নৌকা-ঈগল সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলা, অফিস ভাঙচুরসহ আহত ১০

নৌকা-ঈগল সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলা, অফিস ভাঙচুরসহ আহত ১০ - ছবি : নয়া দিগন্ত

জামালপুরের সরিষাবাড়িতে নৌকা-ঈগল সমর্থকদের মধ্যে পাল্টা হামলা ও ঈগলের অফিস ভাঙচুর করা হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার সময় মাহাবুবুর রহমান হেলাল (নৌকা) ডা. মুরাদ হাছান (ঈগল) নামের ২ প্রার্থীর সমর্থকদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

এ সময় ঈগলের অফিস ও মোটরসাইকেল ভাঙচুরসহ ১০ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নৌকা সমর্থক প্রার্থীর ছোট ভাই মন্জুরুল ইসলাম বিদ্যুৎ-এর নেতৃত্বে একটি নির্বাচনি মিছিল শিমলা বাজারের আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বাসস্টেন্ডের দিকে যাচ্ছিল। এ সময় মিছিল থেকে একটি গ্রুপ বাসস্টেন্ডে ঈগল মার্কার অফিসে অতর্কিতে হামলা চালায়। এ সময় অফিসে থাকা পৌর কাউন্সিলর ও ঈগল মার্কার প্রধান সমর্থক সাকোয়াত আলম মুকুলসহ ১০ জনকে পিটিয়ে গুরুতর আহত করে নৌকা সমর্থকরা। এ সময় অফিসের সামনে থাকা চারটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। সংবাদ পেয়ে ঈগল মার্কা সমর্থকরা জড়ো হয়ে ধাওয়া দিলে এ সময় পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে পুলিশ বিজিবিসহ নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার ভূমি সাদ্দাম হোসেন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মুসফিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


আরো সংবাদ



premium cement