২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হালুয়াঘাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘরে আগুন

হালুয়াঘাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘরে আগুন - ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের হালুয়াঘাটে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘরে অগ্নিকান্ড হয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (১ জানুয়ারি) সকালে উপজেলার গড়পাড়া গ্রামের মরহুম সতেন্দ্র বসাকের ছেলে সঞ্জু বসাকের বাড়িতে এই ঘটনা ঘটে।

হালুয়াঘাট ফায়ার সার্ভিসের টিম লিডার কামরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে মোবাইলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পাই। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বসতঘরে আগুন দেখতে পেয়ে প্রায় ঘন্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাতে রান্না করার পর চুলার গ্যাস বন্ধ না করেই রেখে দেয়। ঘটনার দিন সকালে গিয়ে রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালাতে দিয়াশলাই খুঁচা দিতেই আগুন ধরে যায়। আগুন দেখে দৌড়ে ঘর থেকে বের হতেই বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। তবে, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এই ঘটনায় স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও বিভিন্ন আসবাবপত্রসহ লক্ষাধিক টাকার ক্ষতি ও পাঁচ লাখ মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলেও জানান হালুয়াঘাট ফায়ার সার্ভিসের কর্মকর্তা।


আরো সংবাদ



premium cement