১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

হালুয়াঘাটে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের হালুয়াঘাটে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যায় নিজ বাড়িতে নিহতের লাশের সন্ধান মেলে।

স্থানীয়রা জানায়, নিহতের ৫ ছেলে সন্তান রয়েছে।

নিহত বৃদ্ধার নাম জুলেখা বেগম (৬৬)। তিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের দক্ষিণ মনিকুড়া গ্রামের মৃত আব্দুল লতিফের স্ত্রী।

খবর পেয়ে হালুয়াঘাট-ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আহসান হাবীব ও হালুয়াঘাট অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায় জানান, লাশটি মর্গে পাঠানো হবে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 


আরো সংবাদ



premium cement