ভালুকায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলে নিহত
- আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)
- ২৩ জুন ২০২৩, ১৯:৪৬, আপডেট: ২৩ জুন ২০২৩, ১৯:৪৮
ময়মনসিংহের ভালুকায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাবা ও শিশু ছেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ জুন) বিকেলে ভরাডোবা-ঘাটাইল সড়কে উপজেলার মেদুয়ারী বাকসাতরামোড়ে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মাওলানা মো: খাইরুল ইসলাম (৩২) ও তার শিশু ছেলে মোহাম্মদ বিন খায়ের (১০)। তিনি গাজীপুর জেলার গাছা ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই স্থানে ঘাটাইলগামী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মাওলানা মো: খাইরুল ইসলাম ও তার শিশু ছেলে মোহাম্মদ বিন খায়ের ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ নিহতের লাশ দু’টি উদ্ধার করেছে। ভালুকা মডেল থানার এসআই নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা