২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গফরগাঁওয়ে ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন

গফরগাঁওয়ে ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন। - ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা নতুন বাজারে পুনঃনির্মিত নান্দনিক জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। দৃষ্টিনন্দন মসজিদের নির্মাণকাজে সাত কোটি টাকা ব্যয় হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) জুমআর নামাজের মধ্য দিয়ে নতুন বাজার জামে মসজিদের শুভ সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন।

সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের দাদা মরহুম রুস্তম আলী গোলন্দাজ পৌর এলাকার প্রাণকেন্দ্রে নতুন বাজার জামে মসজিদ প্রতিষ্ঠা করেন। প্রায় শতবর্ষী এই মসজিদটি পুনঃনির্মাণে এগিয়ে আসে মজিদ মোল্লা ফাউন্ডেশন।

স্থানীয়রা জানায়, তারা এই মসজিদের সৌন্দর্য দেখে মুগ্ধ। সৌন্দর্যের দিক থেকে মসজিদটি উপজেলার অন্যান্য মসজিদের তুলনায় এগিয়ে আছে।


আরো সংবাদ



premium cement