গফরগাঁওয়ে নিখোঁজ অটোচালকের লাশ উদ্ধার
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ অক্টোবর ২০২২, ১৫:৫১
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিখোঁজ অটোচালক নাছির উদ্দিনের (৫২) লাশ উদ্ধার করেছে পাগলা থানা পুলিশ।
নিহত অটোচালক নাছির গফরগাঁও ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
সোমবার সকালে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল সেতুর পূর্ব পাশে ধানক্ষেতে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়।
থানার জিডি সূত্রে জানা যায়, গত শনিবার (২৯ অক্টোবর) আসর নামাজের পর নাছির উদ্দিন তাদের অটোগাড়ি নিয়ে তেতুলিয়ার বাড়ি থেকে বের হয়। রাত গভীর হয়ে গেলেও নাছির বাড়িতে না আসায় এবং মোবাইল ফোন বন্ধ থাকায় রোববার (৩০ অক্টোবর) সকালে ছোট ভাই নূরুল আমিন থানায় বিষয়টি নিয়ে জিডি করে।
পরে সোমবার সকালে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল সেতুর পূর্ব পাশে ধান ক্ষেতে লোকজন গলায় গামছা বাঁধা একটি লাশ দেখতে পায়। খবর পেয়ে পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামানের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে পাগলা থানার (ওসি) বলেন, আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা