২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শ্রীবরদীতে নিখোঁজের ২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

শ্রীবরদীতে নিখোঁজের ২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের দু’দিন পর মোশাররফ হোসেন (৪৫) নামের এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার খড়িয়াকাজির চর ইউনিয়নের উলুকান্দা গ্রামের গলাকাটা ব্রিজ-সংলগ্ন শ্রীবরদী-শেরপুর রাস্তার পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মোশাররফ কুড়িকাহনিয়া ইউনিয়নের মৃত জাকির হোসেন ওরফে বাতাসুর ছেলে।

পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় মোশাররফ অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু প্রতিদিনের ন্যায় রাতে বাড়ি ফিরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন সোমবার দুপুরে নিখোঁজ মোশারফের মোবাইল নাম্বার থেকে স্বজনদের কাছে ফোন দিয়ে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানাজানি হলে মোশারফের ছেলে হৃদয় সোমবার রাতেই শ্রীবরদী থানায় জিডি করেন। পরে মঙ্গলবার সকালে উপজেলা খড়িয়াকাজির ইউনিয়নের উলুকান্দা গ্রামের গলাকাটা ব্রিজ-সংলগ্ন ডোবার পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজের ছেলে হৃদয় ও পরিবারের লোকজন লাশ সনাক্ত করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অটোরিকশার কোনো সন্ধান পাওয়া
যায়নি।

মোশারফের স্ত্রী কামরুননাহার বলেন, ‘আমার স্বামী প্রতিদিন রাতে অটোরিকশা চালাতেন । ওইদিন আর ফিরে আসেননি। অপহরণকারীরা মোবাইলফোনে টাকা দাবি করে। আমি আমার স্বামী হত‍্যার বিচার চাই।‘

শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব‍্যাহত রয়েছে এবং প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারি পুলিশ সুপার ( নালিতাবাড়ী সার্কেল ) আফরোজা নাজনীন।


আরো সংবাদ



premium cement