নালিতাবাড়ীতে কালভার্ট বন্ধ করে দেয়ায় ৩০০ একর জমির আমন ধান নষ্টের উপক্রম
- নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা
- ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৬
শেরপুরের নালিতাবাড়ীতে পানি নিষ্কাশনের কালভার্ট মাটি দিয়ে বন্ধকরে দিয়ে জলাবদ্ধতায় প্রায় ৩০০ একর আমানধান নষ্ট হওয়ার উপক্রম।
উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নে গাছগড়া গ্রামের জনৈক লস্কর মিয়া গাজগড়া কাওয়াকুড়ি রোডের কান্দাপাড়ার নিজ বাড়ির পাশে কালভার্ট বন্ধ করে দিয়ে এ জলাবদ্ধতার সৃষ্টি করেছে বলে এলাকাবাসী জানান।
ইউপি সদস্য ও স্থানীয় ব্যক্তিরা জানান, তিন বছরপূর্বে এলজিঅইডি গাছগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কাউয়াকুড়ি বাজার পর্যন্ত পিচঢালাই রাস্তা ও পানি নিষ্কাশনের জন্য কয়েকটি কালভার্ট নির্মাণ করে। নির্মাণের বছর পানি নিষ্কাশন হলেও পরের বছর মাছ চাষের দোহাই দিয়ে লস্কর মিয়া তার বাড়ির পাশে কালভার্টটি মাটি দিয়ে বন্ধ করে দেয়। ফলে ভারি বৃষ্টিপাত হলে উত্তর এলাকার পাখিয়াতলা মৌজার প্রায় ৩০০ একর আবাদি জমির ক্ষতি হয়ে আসছে।
লস্কর মিয়ার বাড়ির পাশে বন্ধ কালভার্টের ছবি তুলতে গেলে ইউপি সদস্য হযরত আলীর সামনে লস্কর মিয়ার ছেলেরা ও কয়েকজন মহিলা ছবি তুলতে বাধা দেয় ও সাংবাদিকে সাথে খারাপ আচরণ করে এবং মোবাইল ও মোটরসাইকেলের চাবি নিয়ে যায়। পরে ইউপি সদস্য ও স্থানীয়দের সাহযোগিতায় তা ফিরিয়ে দেয়।
ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, কয়েক বছর ধরে এ সমস্যা হচ্ছে আমরা চেষ্টা করে সমাধান করতে পারছি না। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে দৃষ্টি আকর্ষণ করে শিগগিরই সমাধানে জন্য অনুরোধ করেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবির বলেন, কয়েক বছর থেকে এ সমস্যা হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় সমাধানে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা