২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দেড় বছরের সাজার ভয়ে পালিয়ে ছিলেন ৯ বছর

দেড় বছরের সাজার ভয়ে পালিয়ে ছিলেন ৯ বছর - ছবি : সংগৃহীত

নেত্রকোনা আদালতের দেয়া দেড় বছরের সাজার ভয়ে প্রায় ৯ বছর পালিয়ে ছিলেন আয়াতুল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তি। পলাতক থেকেও শেষ রক্ষা হলোনা তার।

রোববার দিবাগত রাতে জেলার আটপাড়া উপজেলার কৃষ্ণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে মোহনগঞ্জ থানার পুলিশ। গ্রেফতার আয়াতুল মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের মেদিপাথরখাটা গ্রামের শাহ জামালের ছেলে।

জানা গেছে ১১ বছর আগে শাশুড়িকে নিয়ে পালিয়ে যান জামাই আয়াতুল ইসলাম। পরে শাশুড়িকে বিয়ে করে সংসার পাতেন তিনি। এ ঘটনায় আয়াতুলের বিরুদ্ধে মামলা করেন তার শ্বশুর মতি মিয়া। এ মামলায় ২০১৩ সালে আয়াতুলকে এক বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দুই হাজার টাকা অর্থদণ্ডও করা হয়। এই অর্থ অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দেয়া হয় তাকে। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। পুলিশ হন্যে হয়ে খুঁজেও তাকে গ্রেফতার করতে পারেনি। আয়াতুলকে অবশেষে গ্রেফতার করতে সমর্থ হয়েছে পুলিশ।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আয়াতুল একটি মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি। রোববার রাতে তাকে গ্রেফতার করেছে থানা পুলিশের একটি দল। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।


আরো সংবাদ



premium cement