২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অনির্দিষ্টকালের জন্য ধোবাউড়ায় গণপরিবহন বন্ধ

অনির্দিষ্টকালের জন্য ধোবাউড়ায় গণপরিবহন বন্ধ - ছবি : সংগৃহীত

ধোবাউড়ায় মোবাইল কোর্টের নামে শ্রমিক হয়রানির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। গণপরিবহন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

পরিবহন শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ময়মনসিংহ থেকে ধোবাউড়াগামী যাত্রীশূন্য মুন্নি তিন্নি পরিবহনের একটি বাসের চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং চালকের হাতে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে ধোবাউড়া ময়মনসিংহ সড়কে সকল গণপরিবহন চলাচল বন্ধ করে দেয় ক্ষুব্ধ শ্রমিকরা।

ধোবাউড়া পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জালাল উদ্দিন সোহাগ জানান, একজন শ্রমিকের হাতে অন্যায়ভাবে হ্যান্ডকাফ পরানোয় শ্রমিকরা গাড়ি চলাচল বন্ধ করে দেয়। সমস্যার সমাধানে আমি ইউএনও ম্যাডামের সাথে কথা বললে তিনি আমাকে বলেন গাড়ি বন্ধ থাকলেও সমস্যা নেই। যাদের যাওয়া দরকার তারা যেকোনো উপায়েই যাবে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন বলেন, সমস্যা সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে।

 


আরো সংবাদ



premium cement