দেওয়ানগঞ্জে ভয়াবহ বন্যা, সরানো হচ্ছে সরকারি দফতরের আসবাব
- খাদেমুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর)
- ২১ জুন ২০২২, ২২:১০
জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে বেড়েছে পানি। এতে ভয়াবহ হয়ে উঠেছে বন্যা-পরিস্থিতি। মঙ্গলবার যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বন্যার পানিতে ক্ষতি হওয়ার আশঙ্কায় সরিয়ে ফেলা হচ্ছে সরকারি দফতরের কাগজপত্র ও আসবাবাদি।
গত দু’দিনের প্রবল বর্ষণ ও ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় থেকে নেমে আসা প্রবল ঢলে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হয়। হাজার হাজার হেক্টর জমির আখ, পাট পরিপক্ক হওয়ার আগেই হঠাৎ করে আসা বন্যায় তলিয়ে যায়। উপজেলার এক পৌরসভাসহ আট ইউনিয়নের নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় আখ, পাট, শাক সবজির বাগানসহ অন্য ফসলাদির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
পৌরসভার চরকালিকাপুর গ্রামের কৃষক নাদু বেপারী, মো: হাছেন আলী এবং বাহাদুরাবাদ ইউয়িনের চাষী লুৎফর রহমান বাচ্চা গেল্লা জানান, তাদের তিনজনের প্রায় ২০ বিঘা জমির পাট পানিতে তলিয়ে গেছে। সেগুলো বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
ইতোমধ্যেই পানিতে তলিয়ে গেছে উপজেলা পরিষদ। বিভাগীয় বেশির ভাগ কার্যালয়ের সামনে পানি ওঠায় সেবাদান ও সেবাগ্রহীতাদের মারাত্মক দুর্ভোগে পড়তে হচ্ছে। কয়েক বছর ধরে বন্যার শুরুতেই সরকারি দফতরে বন্যার পানি ওঠায় নষ্ট হয়ে যায় মূল্যবান কাগজপত্র ও আসবাবাদি। তাই এসব দফতরের সামনে পানি ঢুকায় অফিসের সব মালামাল মঙ্গলবার নিরাপদ স্থানে সরিয়ে নিতে দেখা যায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা