২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পূর্বধলায় বজ্রপাতে শিশুর মৃত্যু, আহত ১

-

নেত্রকোনার পূর্বধলায় শুক্রবার বিকেলে আম কুড়াতে গিয়ে আশা মনি (৮) নামের এক শিশু বজ্রপাতে মারা গেছে। এ বজ্রপাতে সেলিনা আক্তার (৪০) নামে আরেক নারী গুরুতর আহত হয়েছেন।

নিহত আশা মনি উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ভবানীপুর গ্রামের আব্দুল আলীমের মেয়ে। আর সেলিনা একই গ্রামের আব্দুল মোতালিবের স্ত্রী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আশা মনি বাড়ির পাশেই পুকুর পাড়ে আম কুড়াতে যায়। সেলিনা আক্তার একই সময় পুকুরে গোসল করছিলেন। বজ্রপাত হলে আশা মনি ঘটনাস্থলেই মারা যায় আর গুরুতর আহত অবস্থায় সেলিনাকে পরিবারের লোকজন উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement