দুর্বিসহ অবস্থা থেকে পরিত্রাণ পেতে দরকার জনগণের ঐক্য : ডা. জাহিদ
- ময়মনসিংহ অফিস
- ৩১ মে ২০১৯, ২২:১৩
বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আজকের দুঃর্বিসহ অবস্থা থেকে পরিত্রাণ পেতে জনগণের গণঐক্য দরকার। যার মধ্যদিয়ে পারজিত হবে ফ্যাসিবাদ ও স্বৈরাচার আর মুক্তি পাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও গণতন্ত্র।
শুক্রবার নগরীর অ্যাডভোকেট তারেক অডিটরিয়ামে ছাত্রদল আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী এবং ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহামনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
ডা. জাহিদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধ করেননি। তিনি দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তিনি দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে স্বয়ংম্বর রাষ্ট্র গড়ে তুলেছেন। আজকে বাংলাদেশে গণতন্ত্র নেই। দেশনেত্রী খালেদা জিয়া কারাগারে, তারেক রহমান প্রবাসে জীবন কাটাচ্ছেন। আমরা যারা শহীদ জিয়ার আদর্শের সৈনিক আমাদেরকে শপথ নিতে হবে। নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে, জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করতে হবে।
কারণ আজকে কৃষক ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন না। মায়েদের সম্ভ্রম নিরাপদ নয়। রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করা হচ্ছে। এরকম একটা দুঃর্বিসহ অবস্থা থেকে পরিত্রাণ পেতে দরকার জনগণের গণঐক্য। যার মধ্যদিয়ে পারজিত হবে এই ফ্যাসিবাদ, এই স্বৈরাচার, মুক্তি পাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মুক্তি পাবে গণতন্ত্র, দেশে ফিরে আসবেন তারেক রহমান। এবং বাস্তবায়িত হবে ১৯ দফা ভিত্তিক শহীদ জিয়ার কর্মসুচী। আগামী দিনে ছাত্রদলের সেই নেতৃত্ব প্রত্যাশা করি।
ছাত্রদলের জেলা সভাপতি নাইমুল করিম লুইনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্রাপক এ কে এম শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, মোতাহার হোসন তালুকদার, কাজী রানা, আলমগীর মাহমুদ আলম, নজরুল ইসলাম, তানভীন আহমেদ রবিন প্রমুখ।