২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬
`

জামালপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

মৃত আছিয়ার বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামের বাড়ি - ছবি : নয়া দিগন্ত

জামালপুরের বকশীগঞ্জে বালতির পানিতে ডুবে আছিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে ঘটনাটি ঘটে।

মৃত আছিয়া বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামের ইসমাইল হোসেন পট্টু মিয়ার মেয়ে।

আছিয়ার পরিবার সূত্রে জানা যায়, শিশু আছিয়া ঘরের কাছে টিউবওয়েলের পাশে পানিভর্তি বালতি নিয়ে খেলছিল। একপর্যায়ে পা পিছলে ওই বালতির পানিতে ডুবে যায়।

স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশু আছিয়ার চাচা মাসুদ জানান, বালতির পানিতে ডুবে আমার ভাতিজার মৃত্যু হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’


আরো সংবাদ



premium cement

সকল