২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

শেরপুরে তিন যানের সংঘর্ষে নিহত ২

শেরপুরে তিন যানের সংঘর্ষে নিহত ২ - ছবি : সংগৃহীত

শেরপুর জেলা শহরের অষ্টমীতলা এলাকায় মাইক্রোবাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে এক কিশোরসহ দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ছয়জন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অন্যদের শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন শহরের দূর্গানারায়নপুর এলাকার সনজিতের ছেলে গৌরব (২৫) এবং সদর উপজেলার বয়ড়া পরানপুর এলাকার বাসিন্দা কিশোর রনি (১২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেপরোয়া গতির একটি মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা এবং মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে অটোরিকশা যাত্রী ও মোটরসাইকেলআরোহীরা গুরুতর আহত হন। এ খবর পেয়ে সদর পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে হাজির হয়ে আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতাল নিয়ে যান। গুরুতর আহত রনি ও গৌরব হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জোবাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement