২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

ভালুকায় পিকআপ-সিএনজি সংঘর্ষে হতাহত ৫

ভালুকায় পিকআপ-সিএনজি সংঘর্ষে হতাহত ৫ - প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকায় পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পল্টন (৫০) নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মহিলাসহ ওই সিএনজির চারজন যাত্রী।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কে ধীতপুর বাজারে দুর্ঘটনাটি ঘটে।

নিহত পল্টন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার চরজিনারী গ্রামের হাসেন মিয়ার ছেলে।

আহতদের মধ্যে নীলা আক্তার (৩০) নামে একজন ভালুকা সরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি ঢাকার নবাবগঞ্জের বাছেন বেপারীর মেয়ে।

জানা গেছে, সকালে উপজেলার ধীতপুর বাজারে ভালুকা-গফরগাঁও সড়কে ভালুকাগামী সিএনজি ও গফরগাঁওগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক ঘটনাস্থলেই নিহত হন এবং সিএনজির চার যাত্রী গুরুতর আহত হন। আহতদের মাঝে দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও দুইজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশ।

পরে স্থানীয়রা পিকআপচালক তৌকির আহমদকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করে।

ভালুকা মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) দুলাল চন্দ্র কুন্ডু জানান, ওই ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement