ময়মনসিংহে এক দিনে তিন শতাধিক মোবাইল চুরির জিডি
- ময়মনসিংহ অফিস
- ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১২
ময়মনসিংহে এক দিনে তিন শতাধিক মোবাইল চুরির অভিযোগে কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জনপ্রিয় ইসলামিক স্কলার ও গবেষক আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজাহারীর তাফসিরুল কুরআন মাহফিলে যোগ দেয়া মানুষের অসংখ্য মোবাইল ফোন চুরি বা হারিয়ে যাওয়ার ঘটনায় ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি করেছেন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল নাগাদ তিন শতাধিক জিডি হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম খান।
শনিবার নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আল ইসলাম ট্রাস্টের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান বক্তা ছিলেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও গবেষক আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজাহারী। তিনি বেলা দু’টো থেকে সাড়ে তিনটা পর্যন্ত বক্তব্য দেন। মাহফিলের জন্য দুই লাখ বর্গফুটের প্যান্ডেল ছাড়াও ১৬ একর সার্কিট হাউস মাঠসহ জেলা স্কুল মাঠ, জেলা স্কুল হোস্টেল মাঠ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল মাঠ, উমেদ আলী মাঠ, আশপাশের পার্ক ও সড়কে মানুষের ঢল নেমেছিল। শৃঙ্খলা রক্ষায় প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবকসহ বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার ভিডিপির সদস্যরা নিয়োজিত ছিলেন। ওই মাহফিলে ১০ লাখ লোকের সমাগম ঘটে বলেও অনেকেই মনে করেন। বিশাল ওই মাহফিলে আগত লাখ লাখ মানুষ ড. মিজানুর রহমান আজাহারীকে দেখতে গিয়ে মানুষের গাদাগাদির মধ্যে মোবাইল ফোন চুরি বা হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
শুধু ওই মাহফিল নয়, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের জানাজাতেও এমন ঘটনা ঘটে থাকে। সংঘবদ্ধ চোর চক্র জনসমাগম হলেই ভিড় জমায় এবং সুযোগ বুঝে মোবাইল ফোন হাতিয়ে নেয়। এই চক্রের সদস্যরা স্থানীয়ভাবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জনসমাগম, জানাজা ও মাহফিলের খবর রাখে। জানাজায় অধিকাংশ মানুষ পায়জামা, পাঞ্জাবি ও টুপি পরে হাজির হয়। কৌশলে মোবাইল হাতিয়ে নেয়। চুরি হওয়া মোবাইলগুলো দ্রুত বন্ধ করে দেয়া হয়। সিম ফেলে মোবাইল ফ্ল্যাশ করা হয়। মূল্যবান ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে ফেলা হয়। পরে মোবাইল সেট ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে পুরাতন মোবাইল বিক্রির দোকানে বিক্রি করে দেওয়া হয়। এ কাজে সংঘবদ্ধ চক্র নিয়োজিত থাকে বলেও পুলিশের ধারণা।
নেত্রকোনার মদন উপজেলার আবদুল হক জানান, ড. মিজানুর রহমান আজাহারীকে দেখতে এবং তার বক্তব্য শুনতে এসে ভিড়ের মধ্যে পাঞ্জাবির পকেট থেকে তার মোবাইলটি খোয়া যায়। ৪০ হাজার টাকায় কেনা স্যামসাং মোবাইল হারিয়ে তিনি থানায় জিডি করেছেন।
নির্ভরযোগ্য সূত্র মতে, মোবাইলের লক খোলা ও আইএমইআই পরিবর্তনের কাজে ময়মনসিংহ নগরীর একাধিক দোকানে অত্যাধুনিক প্রযুক্তির মেশিন বসিয়েছে। যার মাধ্যমে চুরি যাওয়া মোবাইলের তথ্য পরিবর্তন করে নতুন মোবাইলের মতো বাজারজাত করা হয়। শুধু তাই নয়, প্রতিবেশি দেশে চুরি হওয়া দামি মোবাইল সেট সীমান্ত দিয়ে পাচার করা হয়। এসব মোবাইলের জন্য নকল বাক্স তৈরি এমনকি আসল আইএমইআই নম্বরের স্টিকার তৈরি করে প্যাকেটের গায়ে লাগিয়ে দেয়া হয় বলেও সূত্র উল্লেখ করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা