২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

ময়মনসিংহে এক দিনে তিন শতাধিক মোবাইল চুরির জিডি

- ছবি : প্রতীকী

ময়মনসিংহে এক দিনে তিন শতাধিক মোবাইল চুরির অভিযোগে কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জনপ্রিয় ইসলামিক স্কলার ও গবেষক আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজাহারীর তাফসিরুল কুরআন মাহফিলে যোগ দেয়া মানুষের অসংখ্য মোবাইল ফোন চুরি বা হারিয়ে যাওয়ার ঘটনায় ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল নাগাদ তিন শতাধিক জিডি হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম খান।

শনিবার নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আল ইসলাম ট্রাস্টের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান বক্তা ছিলেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও গবেষক আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজাহারী। তিনি বেলা দু’টো থেকে সাড়ে তিনটা পর্যন্ত বক্তব্য দেন। মাহফিলের জন্য দুই লাখ বর্গফুটের প্যান্ডেল ছাড়াও ১৬ একর সার্কিট হাউস মাঠসহ জেলা স্কুল মাঠ, জেলা স্কুল হোস্টেল মাঠ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল মাঠ, উমেদ আলী মাঠ, আশপাশের পার্ক ও সড়কে মানুষের ঢল নেমেছিল। শৃঙ্খলা রক্ষায় প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবকসহ বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার ভিডিপির সদস্যরা নিয়োজিত ছিলেন। ওই মাহফিলে ১০ লাখ লোকের সমাগম ঘটে বলেও অনেকেই মনে করেন। বিশাল ওই মাহফিলে আগত লাখ লাখ মানুষ ড. মিজানুর রহমান আজাহারীকে দেখতে গিয়ে মানুষের গাদাগাদির মধ্যে মোবাইল ফোন চুরি বা হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

শুধু ওই মাহফিল নয়, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের জানাজাতেও এমন ঘটনা ঘটে থাকে। সংঘবদ্ধ চোর চক্র জনসমাগম হলেই ভিড় জমায় এবং সুযোগ বুঝে মোবাইল ফোন হাতিয়ে নেয়। এই চক্রের সদস্যরা স্থানীয়ভাবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জনসমাগম, জানাজা ও মাহফিলের খবর রাখে। জানাজায় অধিকাংশ মানুষ পায়জামা, পাঞ্জাবি ও টুপি পরে হাজির হয়। কৌশলে মোবাইল হাতিয়ে নেয়। চুরি হওয়া মোবাইলগুলো দ্রুত বন্ধ করে দেয়া হয়। সিম ফেলে মোবাইল ফ্ল্যাশ করা হয়। মূল্যবান ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে ফেলা হয়। পরে মোবাইল সেট ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে পুরাতন মোবাইল বিক্রির দোকানে বিক্রি করে দেওয়া হয়। এ কাজে সংঘবদ্ধ চক্র নিয়োজিত থাকে বলেও পুলিশের ধারণা।

নেত্রকোনার মদন উপজেলার আবদুল হক জানান, ড. মিজানুর রহমান আজাহারীকে দেখতে এবং তার বক্তব্য শুনতে এসে ভিড়ের মধ্যে পাঞ্জাবির পকেট থেকে তার মোবাইলটি খোয়া যায়। ৪০ হাজার টাকায় কেনা স্যামসাং মোবাইল হারিয়ে তিনি থানায় জিডি করেছেন।

নির্ভরযোগ্য সূত্র মতে, মোবাইলের লক খোলা ও আইএমইআই পরিবর্তনের কাজে ময়মনসিংহ নগরীর একাধিক দোকানে অত্যাধুনিক প্রযুক্তির মেশিন বসিয়েছে। যার মাধ্যমে চুরি যাওয়া মোবাইলের তথ্য পরিবর্তন করে নতুন মোবাইলের মতো বাজারজাত করা হয়। শুধু তাই নয়, প্রতিবেশি দেশে চুরি হওয়া দামি মোবাইল সেট সীমান্ত দিয়ে পাচার করা হয়। এসব মোবাইলের জন্য নকল বাক্স তৈরি এমনকি আসল আইএমইআই নম্বরের স্টিকার তৈরি করে প্যাকেটের গায়ে লাগিয়ে দেয়া হয় বলেও সূত্র উল্লেখ করে।


আরো সংবাদ



premium cement
ক্লাসরুম মাতাবে প্রীতম ও ব্যান্ড লালন সীতাকুণ্ডে হত্যার পর সমুদ্রে ফেলে দেয়া জেলের লাশ উদ্ধার বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : হামিদুর রহমান আযাদ দামুড়হুদা সীমান্ত থেকে প্রায় ৩৪ লাখ টাকার রুপা উদ্ধার চিরিরবন্দরে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত ভাষার বইয়ের ওপর অনলাইন কন্টেন্ট ও লেকচার তৈরি করবে সরকার ‘একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করতে হবে’ ২৪ মিনিটে বিমানবন্দর থেকে কমলাপুর একুশের সাথে আমার আত্মিক সম্পর্ক রয়েছে : প্রধান বিচারপতি মির্জাগঞ্জ প্রেস ক্লাবের কমিটি গঠন আত্মবিশ্বাসী আফগানিস্তানের সামনে দক্ষিণ আফ্রিকা

সকল