১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ ফাল্গুন ১৪৩১, ১৯ শাবান ১৪৪৬
`

ময়মন‌সিংহে আজহারীর মাহফিল কাল, রা‌তেই মানু‌ষের ঢল

- ছবি : সংগৃহীত

আল ইসলাম ট্রাস্টের আয়োজনে শ‌নিবার (১৫ ফেব্রয়ারি) দুপু‌রে ময়মন‌সিংহ নগরীর সা‌র্কিট হাউজ মা‌ঠে তাফ‌সিরুল কোরআন মাহ‌ফি‌লে যোগ দে‌বেন বি‌শিষ্ট ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী। তার এ মাহফিল সফল করতে সকল প্রস্তু‌তি সম্পন্ন হ‌য়ে‌ছে। মাহ‌ফিল‌কে ঘি‌রে নগরী‌তে চল‌ছে উৎস‌বেরে আমেজ।

শুক্রবার (১৪ ফেব্রয়ারি) রা‌তেই সার্কিট হাউস মাঠে আজাহারী ভক্ত‌দের ঢল দেখা গে‌ছে। আগত ভক্তরা প‌্যা‌ন্ডেলের ভেতরই নামাজ ও শোবার ব‌্যবস্থা ক‌রে‌ছেন। রা‌তে মাহ‌ফি‌লের প‌্যা‌ন্ডেলের নিচে সহস্রা‌ধিক মুসলমান প‌বিত্র শবে বরা‌তের নামাজ আদায় ক‌রেন।

আ‌য়োজকরা জানান, শ‌নিবার বাদ জোহর নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে মাহফিলে বক্তব্য রাখবেন মিজানুর রহমান আজহারী। এতে সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা নুরুল ইসলাম। মাহফিল উপলক্ষে ১০-১৫ লক্ষাধিক লোকের সমাগম ঘটতে পারে। এ জন্য সার্কিট হাউজ মাঠ, জিলা স্কুল মাঠ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল মাঠসহ উমেদ আলী মাঠ প্রস্তুত করা হয়ে‌ছে। জিলা স্কুল হোস্টেল মাঠ শুধু নারীদের জন্য প্রস্তুত করা হ‌য়ে‌ছে। এই মাঠসহ বিভিন্ন পয়েন্ট ২২টি এলইডি পর্দার ব্যবস্থা করা হয়ে‌ছে। লোক সমাগম কেন্দ্র করে তিনটি মেডিক্যাল ক্যাম্প, চার শতাধিক অজুখানা ও ওয়াশরুম এবং পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থা থাকবে।

চরপাড়ার জামিয়া ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থী জাহাঙ্গীর কবির জানান, মাহফিল সফল করতে সবার মাঝে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। আমাদের মাদরাসার সব শিক্ষার্থী সেদিন মাহফিলে গিয়ে হুজুরের বয়ান শুনবেন।

তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কামরুল হাসান মিলন জানান, আজহারী হুজুরের মাহফিলে ১০-১৫ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি বয়ান শুনতে আসবেন। মাহফিলে ময়মনসিংহ বিভাগের জেলা ছাড়াও আশপাশের অন্য জেলার মুসল্লিরাও আসবেন। এসব বিষয় মাথায় রেখেই প্রস্তু‌তি সম্পন্ন করা হ‌য়ে‌ছে।

আয়োজক আল ইসলাম ট্রাস্টের সদস্য মাহবুব রশিদ ফরাজি জানান, আজহারী হুজুরের মাহফিলকে ঘিরে ধর্মপ্রাণ মুসুল্লিদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। আশা করা যাচ্ছে মাহফিলে সব বয়সী মুসল্লি আসবেন।

এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, মাহফিলকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হবে। আশা করছি, কোনো ধরনের সমস্যা ছাড়াই মাহফিল শেষ হবে।


আরো সংবাদ



premium cement
রুশ-মার্কিন আলোচনার ক্ষুব্ধ জেলেনস্কি, ট্রাম্পের জবাব কুয়েট ভিসির পদত্যাগসহ ৫ দফা দাবি, অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ হাসিনার সাবেক সামরিক সচিব মিয়াজী আটক উদ্বোধনী ম্যাচের আগে দর্শকের আনন্দ দেবে পাকিস্তান বিমানবাহিনী শনিবার ৬ ইসরাইলি পণবন্দীকে মুক্তি দেবে হামাস খালেদা জিয়ার নাইকো মামলার রায় আজ চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠছে আজ, মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড হাসিনার কলরেকর্ড ট্রাইব্যুনালে প্রধান উপদেষ্টার সাথে ভুটানের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে উত্তাল তিস্তা অববাহিকা বিএনপি ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা অগ্রাধিকার পাবে : তারেক রহমান

সকল