১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১, ১৩ শাবান ১৪৪৬
`

‘ফ্যাসিস্ট সরকার জনগণকে নির্বাচন থেকে দূরে রেখেছিল’

সম্মেলনে বক্তব্য দিচ্ছেন হাবিব উন নবী খান সোহেল - ছবি : নয়া দিগন্ত

ফ্যাসিস্ট সরকার জনগণকে নির্বাচন থেকে দূরে রেখেছিল মন্তব্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, ‘২০১৪ সালে ১৫৪টি কেন্দ্র বিনা প্রতিদ্বন্দ্বিতায়, ২০১৮ সালে কেন্দ্রে কোনো ভোটার ছিল না। জাতির সাথে তামাশার নির্বাচন করেছিল তারা।’

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন ময়দানে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘দেশের নির্বাচনী ব্যবস্থা যারা ধ্বংস করে দিয়েছে তাদের এই দেশে নির্বাচনী স্বপ্ন দেখা ঠিক না। পৃথিবীর শীর্ষ দুর্নীতিগ্রস্ত পরিবার হচ্ছে শেখ পরিবার যা এদেশের মানুষ কোনো দিন ভুলবে না। অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনুস তার এক তদন্ত কমিটির বরাত দিয়ে তিনি বলেন, উন্নয়নের নামে দেশে ফ্যাসিস্ট হাসিনা পরিবার ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে।’

তিনি বলেন, ‘ভারত বাংলাদেশের বন্দর ব্যবহার করবে কিন্তু তাদের বন্দর বাংলাদেশীদের ব্যবহার করতে দিবে না এর প্রতিবাদ করতে গিয়ে জীবন দিয়ে তার মাশুল দিতে হলো বুয়েটের ছাত্র আরবার ফাহাদকে।’

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: শরিফুল আলম। সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও সদ্য বিলুপ্ত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ফরিদুল কবির তালুকদার শামীম।

আহ্বায়ক আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্ব এ সময় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ও জলবায়ুবিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।

এ সময় ৬ বছর পর সম্মেলনে আজিম উদ্দিন আহমেদকে সভাপতি ও ফরিদুল কবির তালুকদার শামীমকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।


আরো সংবাদ



premium cement

সকল