সরিষাবাড়ীতে সংঘর্ষ থামাতে গিয়ে শ্রমিক দলের নেতা নিহত
- সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা
- ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০০
জামালপুরের সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আব্দুল আজিজ ওরফে সোনা সরদার (৬০) নামে শ্রমিক দলের নেতা নিহত হয়েছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর ছাতারিয়া এলাকার আব্দুল করিম মিয়ার ফসলি জমিতে এ ঘটনা ঘটে।
আব্দুল আজিজ উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া পূর্বপাড়া গ্রামের মৃত ওসমান গণি'র ছেলে ও উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ছাতারিয়া পূর্বপাড়া গ্রামের মৃত অনি মন্ডলের ছেলে আব্দুল করিমের সাথে একই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুস সালাম মিয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিরোধপূর্ণ জমিতে হাল চাষ করতে গেলে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ থামাতে গেলে এক পক্ষের লোকজন আব্দুল আজিজ মিয়াকে সজোরে ধাক্কা দেয়। এ সময় তিনি পাশে থাকা কোদালের উপর পড়ে নাকে ও কপালে রক্তাক্ত আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া নয়া দিগন্তকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা