ঈশ্বরগঞ্জে আইসক্রিম কারখানায় আগুন
- ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
- ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪২
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘উদয় আইসক্রিম’ নামে একটি আইসক্রিম কারখানায় আগুনে সব পুড়ে গেছে।
আজ শনিবার ভোরে ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় পাট বাজারে এ ঘটনা ঘটে।
কারখানার মালিক তাপস চন্দ্র শাহ বলেন, ‘পাঁচ থেকে ছয় বছর ধরে উদয় আইসক্রিম কারখানায় আইসক্রিম তৈরি করা হয়। প্রতিদিনের মতো রাতে কারখানায় কাজ শেষ করে বাসায় চলে যাই। ভোরে খবর পাই কারখানায় আগুন লেগেছে। এসে দেখি, কারখানার ভেতরে থাকা ১২টি ডিপ ফ্রিজসহ বিভিন্ন সরঞ্জামাদি পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এদিকে আইসক্রিম কারখানা-সংলগ্ন একটি মুদি দোকানের গোডাউনে আগুন ছড়িয়ে পড়লে গোডাউনে থাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।
মুদি দোকানের গোডাউনের মালিক মকবুল হোসেন বলেন, ‘আমার গোডাউনের থাকা প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরো ভবনে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভস স্টেশনের ফায়ার ফাইটার শাহীন মিয়া বলেন, ‘খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো: ইকবাল হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা