০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১, ১ শাবান ১৪৪৬
`

ঈশ্বরগঞ্জে আইসক্রিম কারখানায় আগুন

- ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘উদয় আইসক্রিম’ নামে একটি আইসক্রিম কারখানায় আগুনে সব পুড়ে গেছে।

আজ শনিবার ভোরে ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় পাট বাজারে এ ঘটনা ঘটে।

কারখানার মালিক তাপস চন্দ্র শাহ বলেন, ‘পাঁচ থেকে ছয় বছর ধরে উদয় আইসক্রিম কারখানায় আইসক্রিম তৈরি করা হয়। প্রতিদিনের মতো রাতে কারখানায় কাজ শেষ করে বাসায় চলে যাই। ভোরে খবর পাই কারখানায় আগুন লেগেছে। এসে দেখি, কারখানার ভেতরে থাকা ১২টি ডিপ ফ্রিজসহ বিভিন্ন সরঞ্জামাদি পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে আইসক্রিম কারখানা-সংলগ্ন একটি মুদি দোকানের গোডাউনে আগুন ছড়িয়ে পড়লে গোডাউনে থাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।

মুদি দোকানের গোডাউনের মালিক মকবুল হোসেন বলেন, ‘আমার গোডাউনের থাকা প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরো ভবনে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভস স্টেশনের ফায়ার ফাইটার শাহীন মিয়া বলেন, ‘খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো: ইকবাল হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’


আরো সংবাদ



premium cement
আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৪ জনের লাশ উত্তোলন ইজতেমার আখেরি মোনাজাত রোববার, দ্বিতীয় পর্ব শুরু সোমবার শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, তীরে ফিরল ৯ যাত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারিত্বে জামায়াত জড়িত নয় : ডা: শফিকুর রহমান কুমিল্লায় যুবদল নেতা হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে মানববন্ধন কৃষি আধুনিকায়নে বাংলামার্ক : অ্যাসেম্বলি লাইনে কম্বাইন হারভেস্টারের যাত্রা শুরু চন্দনাইশে একুশের আরেক উদাহরণ জুলাই বিপ্লব : প্রধান উপদেষ্টা ইতালির কথা বলে লিবিয়া নিয়ে ফরিদপুরের দুই যুবককে হত্যা ৪১ দিন জামাতে নামাজ আদায় করে সাইকেল পেলেন ৪০ কিশোর মোরেলগঞ্জে বাসচাপায় ভাই-বোন নিহত, আহত ৩

সকল