২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ ফাল্গুন ১৪৩১, ২০ শাবান ১৪৪৬
`

জামালপুরে জুলাই আন্দোলনের ৬ মাস পর সবুজের লাশ উত্তোলন

- ছবি : নয়া দিগন্ত

জামালপুরে জুলাই আন্দোলনের ছয় মাস পর আদালতের নির্দেশে নিহত সবুজ মিয়ার লাশ উত্তোলন করেছে জামালপুরের মেলান্দহ থানা পুলিশ।

বুধবার (২৯ জানুয়ারি) বিকালে মেলান্দহ উপজেলার ফুলকোঁচা ইউনিয়নের পূর্ব কোনামালঞ্চ এলাকা থেকে শহীদ সবুজের লাশ উত্তোলন করা হয়।

সবুজ মিয়া জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ফুলকোঁচা ইউনিয়নের পূর্ব কোনামালঞ্চ এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি আশুলিয়ার বাইপাইল এলাকায় শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।

মামলা সূত্রে জানা যায়, ‘গত বছর ৫ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নিয়ে আশুলিয়া থানা এলাকায় গুলিবিদ্ধ হয়ে আহত হন সবুজ মিয়া। ওই সময় স্থায়ীরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান। ৬ আগস্ট তাকে জামালপুরের নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে সবুজের লাশ দাফন করা হয়।

এ ঘটনায় সবুজ মিয়ার মা জরিনা বেগম ছেলে হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তসহ দোষী ব্যক্তিদের শাস্তির দাবি করেন।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুর আলম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য সবুজের লাশ উত্তোলন করা হয়েছে।

মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীন জাহান বলেন, তদন্তের প্রয়োজনে কোর্টের নির্দেশে লাশটি উত্তোলন করা হয়েছে।

উল্লেখ্য, সবুজ মিয়া হত্যার ঘটনায় তার মা জরিনা বেগম আশুলিয়া থানায় ৫১ জনকে আসামি করে হত্যা মামলা করেন।


আরো সংবাদ



premium cement
চাকরি হারালেন ৬ পুলিশ কর্মকর্তা স্ত্রীসহ সাবেক এমপি সরওয়ার জাহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে ৭ পর্যটক নিহত বিস্কুটে ভ্যাট অর্ধেকে নামিয়ে আনল এনবিআর চাঁদপুরে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি রাঙ্গাবালীতে অবৈধভাবে বালু তোলায় ৩ ড্রেজার ম্যানেজারকে জরিমানা সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসাকে কারগারে পাঠানোর নির্দেশ বিএফআইইউ’র সাবেক প্রধান মাসুদের জামিন নামঞ্জুর সাঁথিয়ায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত যুবকের ২ হাতের কব্জি কেটে নিয়েছে দুর্বৃত্তরা শুরুতেই বিপদে বাংলাদেশ, নেই জোড়া উইকেট জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা

সকল





up