২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১, ২৮ রজব ১৪৪৬
`

মাঠ পর্যায়ের পাশাপাশি অনলাইন স্কুল চালু করবে আশা

- ছবি : নয়া দিগন্ত

বেসরকারি উন্নয়ন সংস্থা আশার প্রেসিডেন্ট মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেছেন, চলমান মাঠপর্যায়ে শিক্ষা কর্মসূচির পাশাপাশি ২০২৭ সালের মধ্যে শিক্ষার্থীদের জন্য আশা কর্তৃক অনলাইন স্কুল প্রতিষ্ঠা করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) সন্ধ‌্যায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার শিক্ষা কর্মসূচির পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিতব্য অফিসার্স ক্যাম্প-২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমানে আমরা কারিকুলাম নিয়ে কাজ করছি। যা ন্যাশনাল কালিকুলামকে অনুসরণ করে একটি আনন্দময় পাঠদান পরিবেশ এবং নমনীয় শিক্ষা পদ্ধতিকে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবে। একটি ইলাস্ট্রেশন হাজারো শব্দের চেয়ে কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম। কঠিন বিষয়গুলোকে এমনভাবে পড়াতে হবে যাতে পড়ার পর বিষয়টি শিক্ষার্থীরা ধারণ করতে পারে।

তিনি বলেন, কারিকুলার ও পড়ানোর পদ্ধতি আমরা এমনভাবে উন্নয়ন করব যাতে সবাই আমাদের কর্মসূচি সম্পর্কে জানতে আগ্রহী হয়।

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভাইজার (অপারেশন) সুশীল কুমার রায় বলেন, ঝরে পড়া রোধ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, এই প্রধান দু’টি লক্ষ্য নিয়ে ১৩ বছর আগে আমাদের এই শিক্ষা কর্মসূচির কাজ শুরু করা হয়। আমরা বর্তমানে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় করছি শিক্ষা নিয়ে।

শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, শৈশব থেকে শিশুদের মানবিক গুণাবলির শিক্ষা প্রদানসহ শিক্ষাকে তাদের সামনে আকর্ষণীয় এবং আনন্দের সাথে প্রদান করতে হবে। এ লক্ষ্যে শিক্ষা সেবিকাদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। তবেই আশা শিক্ষা কর্মসূচি আলাদা বৈশিষ্ট্যপূর্ণ হবে।

আশা শিক্ষা কর্মসূচির প্রধান সামিউল হকের সভাপ‌তি‌ত্বে এতে আরো বক্তব‌্য রা‌খেন ময়মন‌সিংহ প্রেস ক্লা‌বের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

উল্লেখ্য, ‘আশা’ সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে ২০১১ সাল থেকে শিক্ষা কর্মসূচি পরিচালনা করছে। দেশের ৬৪টি জেলায় ১৫ হাজার ৭৫০টি শিক্ষাকেন্দ্রের মাধ্যমে প্রায় সাড়ে ৬ লাখ সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের বর্তমানে শিক্ষা সহায়তা দিয়ে আসছে আশা শিক্ষা কর্মসূচি।


আরো সংবাদ



premium cement